খুলনা, বাংলাদেশ | ২৫ পৌষ, ১৪৩১ | ৯ জানুয়ারি, ২০২৫

Breaking News

  রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম ঠিক করতে আপিল বিভাগে আবেদন, শুনানি ১৬ জানুয়ারি
  ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
  মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহারের রিভিউ শুনানি ২৩ জানুয়ারি
  যাত্রীবাহী বাসের অ্যাম্বুলেন্সের সংঘর্ষে দুটোতেই আগুন, পুড়ে নিহত ৪

ডিএসইর লেনদেন আড়াই হাজার কোটি টাকা ছাড়ালো

গেজেট ডেস্ক

দিনভর সূচক ওঠানামার মধ্য দিয়ে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২৬ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক বেড়েছে ৫৪ পয়েন্ট।

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। আগের দিনের চেয়ে প্রায় ৩০০ কোটি টাকা বেড়ে ডিএসইর লেনদেন আড়াই হাজার কোটি টাকা অতিক্রম করেছে। লেনদেন ও সূচক বাড়লেও এদিন কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম।

ডিএসইর তথ্য মতে, বৃহস্পতিবার ডিএসইতে ৩৭৫টি কোম্পানির ৫৫ কোটি ২৪ লাখ ৪৩ হাজার ৭৪৮টি শেয়ার হাত বদল হয়েছে। এর মধ্যে ১৬৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৭১টির ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৬ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৩২৯ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচকের পাশাপাশি ডিএসইর অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৮ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে ১ হাজার ৫৯২ পয়েন্টে ও ডিএসই-৩০ সূচক ১৩ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭১০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ৫০২ কোটি ৩০ লাখ ২১ হাজার টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ২ হাজার ২৬৯ কোটি ৪৬ লাখ ২ হাজার টাকা। অর্থাৎ আগের দিনের চেয়ে প্রায় ৩০০ কোটি টাকা বেশি। তাতে ১৭ দিনের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ডিএসইতে। এর আগে ১২ সেপ্টেম্বর ডিএসইতে ২ হাজার ৭০৮ কোটি টাকা লেনদেন হয়েছিল।

আগের দিনের মতই এদিন ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লাফার্জহোলসিম লিমিটেডের শেয়ার। দ্বিতীয় স্থানে ছিল ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার, তৃতীয় স্থানে ছিল বেক্সিমকোর শেয়ার।

এরপর যথাক্রমে ছিল পাওয়ার গ্রিড, বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড, সাইফ পাওয়ার, বিবিএস ক্যাবলস, বসুন্ধরা পেপার মিলস এবং শাইনপুকুর সিরামিক লিমিটেড।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৪ পয়েন্ট বেড়ে ২১ হাজার ৩৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ৩১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪১টির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৪৯টির ও অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানির শেয়ারের দাম। এ বাজারে লেনদেন হয়েছে ১২২ কোটি ৯৮ লাখ ১৯ হাজার ৭৭৮ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯১ কোটি ৩৮ লাখ ৩২ হাজার ৮৬৯ টাকা।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!