ডাচ-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনার অন্যতম পরিকল্পনাকারী চালক সোহেল রানাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ(ডিবি)। শনিবার (১৮ মার্চ) গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মানস কুমার পোদ্দার।
তিনি বলেন, গোপন তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে সোহেল রানাকে ৮৭ লাখ ৫০ হাজার টাকাসহ সাভার হেমায়েতপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে মোট ১২ জন গ্রেপ্তার হয়েছে। আর উদ্ধার হয়েছে ৭ কোটি ৮৯ লাখ ৬ হাজার টাকা, নকল চাবি ও একটা নোয়া গাড়ি।
ডিবি পুলিশ জানিয়েছে, ডাচ বাংলা ব্যাংকের টাকা ছিনতাইয়ের ঘটনার পরিকল্পনায় ছিলেন তিনজন। এদের একজন সোহেল রানা। যিনি একসময় ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্লান্ট লিঙ্ক প্রা. লি. এ ড্রাইভার হিসেবে কাজ করতেন।
এর আগে তিন মূল পরিকল্পনাকারীর মধ্যে আকাশকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে তুরাগ থানাধীন দিয়াবাড়ী ১১ নম্বর সড়কে ডাচ বাংলা ব্যাংকের টাকা বহনকারী মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের গাড়ি থেকে ১১ কোটি ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানেই ৩ কোটি ৮৯ লাখ টাকা উদ্ধার করা হয়।
খুলনা গেজেট/এনএম