‘রেকর্ড আল হাসান’ নামটা আগেই পেয়েছেন সাকিব আল হাসান। দেশসেরা এই অলরাউন্ডার মাঠে নামলেই যেন রেকর্ড এসে ধরা দেয় তার কাছে। আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও নতুন এক রেকর্ড করেছেন সাকিব আল হাসান।
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ উইকেট নেওয়ার মাইলফলক আগেই ছুঁয়েছেন, এবার ‘ডট বল’ দেওয়ার ক্ষেত্রেও করে ফেলেছেন বিশ্ব রেকর্ড। সঙ্গে জায়গা করে নিয়েছেন বোলারদের এলিট ক্লাবে।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বোলিং করারর আগে ৯৪ ম্যাচে ছিল ৮২১টি ডট বল। আজ আফগানিস্তানের বিপক্ষে চার ওভারে করেন ১১টি ডট। এ নিয়ে সাকিবের মোট ডট বলের সংখ্যা ৮৩২ টি ডট বল। এতে সাকিব টপকে গেছেন ৮৩০টি ডট বল দেয়া শহীদ আফ্রিদিকে।
আফ্রিদির পর এতদিন দ্বিতীয় ছিলেন ৭৯১টি ডট বল দেয়া টিম সাউদি, তৃতীয় ছিলেন ৭১৩ ডট বল করা লাসিথ মালিঙ্গা আর চতুর্থ ছিলেন ৬২৭টি ডট বল করা মোহাম্মদ নবী। এই রেকর্ডের দিনে সাদা বলের ক্রিকেটে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ৪০০ উইকেট নেয়ার রেকর্ডও করেছেন সাকিব আল হাসান।