দুই ম্যাচের টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে নিউজিল্যান্ড গেছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর আজ (রোববার) দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে দুই দল। যেখানে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।
নিউজিল্যান্ডে ঐতিহাসিক জয়ের পর এবার আরেকটি ইতিহাস গড়ার হাতছানি। যে বাংলাদেশ দল কিউই সফরে দ্বিপাক্ষিক সিরিজে এর আগে ৩২ ম্যাচ খেলে সবগুলোতে পরাজয়ের স্বাদ পায়, সেই দলটি এবার উল্টো সিরিজ বাঁচানোর চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ব্ল্যাকক্যাপসের সামনে।
দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর এবার ক্রাইস্টচার্চে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-নিউজিল্যান্ড। এ ম্যাচে টস ভাগ্য কথা বলেছে সফরকারীদের হয়ে। ক্রাইস্টচার্চ বরাবরই পেসারদের স্বর্গভূমি। এজন্য টস জিতে আগে বল করার কথা দুবার ভাবেনি বাংলাদেশ দল।
এই টেস্টটি কোনোরকমে ড্র করতে পারলেই বাংলাদেশ গড়বে আরেক অনন্য কীর্তি। প্রথমবার নিউজিল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের কীর্তি। অন্যদিকে এই ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে মরিয়া স্বাগতিকরা। বাংলাদেশের জন্য কাজটি সহজ নয় একেবারেই। স্বপ্ন পূরণে বাধা হয়ে দাঁড়াতে পারেন স্বাগতিক পেসাররা।
ক্রাইস্টচার্চে আগের ১০ ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতেছে আগে ব্যাট করা দল। হ্যাগুলি ওভালে প্রথম ইনিংসে গড়ে ২৬০-২৭০ রান হয়। তাছাড়া নতুন বল ব্যবহারের জন্য প্রথম দিন অনেক গুরুত্বপূর্ণ। সেই ফায়দা নিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত মুমিনুলের।