খুলনা, বাংলাদেশ | ২১ ফাল্গুন, ১৪৩১ | ৬ মার্চ, ২০২৫

Breaking News

  গুলশান থানার মামলায় সাবেক বিচারপতি মানিকের ২ দিনের রিমান্ড মঞ্জুর
  রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ভারত-মিয়ানমার সীমান্ত
  অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের নতুন সদস্য হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার

টয়লেটে গিয়ে খাবার খেতেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক

প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে উত্তেজনার পারদ সর্বদাই তুঙ্গে ৷ অভিনেত্রীর ব্যক্তিগত জীবন জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷ বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের জায়গা করে নিয়েছেন তিনি৷ সম্প্রতি অভিনেত্রীর ছোটবেলার কীর্তি ফাঁস হয়েছে নেটদুনিয়ায়৷

ছোটবেলায় পড়াশোনার জন্য বিদেশে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানে গিয়ে প্রচুর কষ্ট করতে হয়েছিল তাকে ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো দিনের কষ্টের কথা তুলে ধরলেন দেশি গার্ল৷

বিদেশে পড়তে যাওয়ার প্রথম কয়েক সপ্তাহ চরম কষ্টের মধ্যে কেটেছিল প্রিয়াঙ্কা। সেই সময়টাতে আত্মবিশ্বাসের অভাবে ভুগেছিলেন ৷ সবার সঙ্গে ক্যাফেটেরিয়াতে বসে খেতেও পারতেন না তিনি।

প্রিয়াঙ্কা বলেছেন, দুপুরের খাবার বাথরুমে বসে একটা স্টলের মধ্যে খেতাম। এতটাই নার্ভাস থাকতাম। এটাও জানতাম না কীভাবে ক্যাফেটেরিয়াতে গিয়ে খাবার খেত হয়৷ ভেন্ডিং মেশিন থেকে চিপস নিয়ে টয়লেটে গিয়ে সেটা খেয়ে নিতাম তাড়াতাড়ি করে। যাতে অন্য বাচ্চাদের মুখোমুখি না হতে হয়।

তিনি আরও জানান, সবার সঙ্গে মানিয়ে নিতে ভীষণ সমস্যার মধ্যে পড়তে হয়েছিল সেই সময়। তবে পরবর্তী কালে নিজের আত্মবিশ্বাসের সঙ্গে সবটা গড়েপিঠে নিয়েছিলেন নায়িকা।

ওয়ার্ক ফ্রন্টের কথা বলতে গেলে এই মুহূর্তে হাতে একগুচ্ছ কাজ রয়েছে প্রিয়াঙ্কার। সম্প্রতি স্পাই থ্রিলার ‘সিটাডেল’-এ তাকে দেখা গেছে। এ ছাড়াও বলিউড ছবি ‘জি লে জারা’তে অভিনয় করবেন। কাজ ছাড়া মেয়ে মালতীকে নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকেন।

খুলনা গেজেট/ এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!