খুলনা, বাংলাদেশ | ১২ পৌষ, ১৪৩১ | ২৭ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  মারা গেছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং
  চট্টগ্রামে শাহ আমানত বিমানবন্দরে চোরাচালানের স্বর্ণ বহনের অভিযোগে যাত্রী আটক, বিমান জব্দ

ট্রেলার প্রকাশের ২৪ ঘণ্টায় ‘পুষ্পা ২’-এর নতুন রেকর্ড

বিনোদন ডেস্ক

মুক্তির আগেই মূলধন তুলে রেকর্ড করেছিল ‘পুষ্পা ২’। এবার ট্রেলারের ক্ষেত্রেও বজায় রাখল ধারাবাহিকতা। মুক্তির ২৪ ঘণ্টায় রেকর্ড গড়ল ছবির পূর্বাভাস। গত রোববার প্রকাশিত ২ মিনিট ৪৪ সেকেন্ড দৈর্ঘ্যের এই ট্রেলার এখনও নেটপাড়ায় ট্রেন্ডিং। মাত্র ২৪ ঘণ্টায় ১,০২০ লাখ ভিউ ছাড়িয়ে যায় ছবির ট্রেলার। যা তেলুগু ছবির ইতিহাসে নতুন। ফলে বোঝাই যাচ্ছে আল্লুর এই আগামী ছবি তার ক্যারিয়ারের অন্যতম মাইলস্টোন হতে চলেছে।

পাটনার গান্ধী ময়দানে অনুষ্ঠিত হয় ‘পুষ্পা ২’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন আল্লু-রাশমিকা। তাদের দেখতে সকাল থেকে ভিড় জমতে থাকে অনুষ্ঠানস্থলে। ধীরে ধীরে বাড়তে থাকে কোলাহল। আল্লু-রাশমিকাকে একবার দেখতে সাউন্ড টাওয়ারের ওপর উঠে পড়েন দর্শকরা।

ফার্স্টলুকের মতো টিজারেও আল্লু অর্জুনকে ‘গাংগাম্মা থাল্লি’র অবতারে দেখা গেছে। শোনা যায়, ‘গাংগাম্মা থাল্লি’ তিরুপতির গ্রাম দেবতা। যার জন্ম হয় সেখানকার অত্যাচারী, ধর্ষক শাসক পালেগোন্ডুলুকে হত্যা করার জন্য।

২০২১ সালের ১৭ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি পায় ‘পুষ্পা: দ্য রাইজ’। সারা দেশের বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুন, ফাওয়াদ ফাসিল, রশ্মিকা মন্দানার ছবি। ছবির দ্বিতীয়ভাগ অর্থাৎ ‘পুষ্পা: দ্য রুল’-এর শুটিং ২০২২ সালেই শুরু হয়।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!