খুলনা, বাংলাদেশ | ২৬ পৌষ, ১৪৩১ | ১০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  নতুন বাংলাদেশ নির্মাণে সবাইকে কাজ করার আহবান ফখরুলের
  কুমিল্লায় ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

ট্রেন্ডিংয়ের শীর্ষে ব্যাচেলর টিমের ‘গুড বাজ’

বিনোদন ডেস্ক

গত ঈদুল ফিতরে নির্মাতা কাজল আরেফিন অমির নির্মিত নাটক ‘ব্যাড বাজ’ প্রচার হয়। নাটকটিতে এই সময়েরা আলোচিত ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমের সদ্যরা অভিনয় করেন। ক্যামেরার পেছনেও রয়েছেন এই ধারবাহিকটির পুরো টিম। নাটকটি ক্লাব ইলেভেন ইউটিউব চ্যানেলে প্রচার হওয়ার পর নাটকপাড়া এবং দর্শক মহলে ব্যাপক আলোড়ন তোলে। সফলতা পান পরিচালক ও প্রযোজক।

সেই সফলতাকে উপজীব্য করে এবারের ঈদুল আজহায় কাজল আরেফিন অমি নির্মাণ করেন নাটকটির সিক্যুয়েল ‘গুড বাজ’। গত ১২ জুলাই ক্লাব ইলেভেনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হয় ‘গুড বাজ’। প্রকাশের পরই দর্শক প্রশংসায় ভাসতে থাকে পরিচালক, প্রযোজক এবং অভিনেতা অভিনেত্রীরা। এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৭ ঘন্টায় নাটকটি দেখেছে প্রায় ২৫ লাখ দর্শক।মন্তব্য জমা পড়েছে ১৫ হাজারের উপরে। আছে ইউটিউব ট্রেন্ডিং ২ তে।

এবারের নাটকে যেমন ছিলো গল্পের ভিন্নতা, তেমনি লোকেশন আর পাত্র-পাত্রীর দিকেও নজর দিয়েছেন পরিচালক। তিনি জানালেন, আমাদের উদ্দেশ্য দর্শকদের সুস্থ বিনোদন দেয়া। সেই চেষ্টাই করেছি আমরা। বরাবরের মতো এবারও দর্শকদের ভালোবাসায় আমরা মুগ্ধ। কৃতজ্ঞতা ও ভালোবাসা সকল দর্শকের প্রতি।

আকবর হায়দার মুন্নার প্রযোজনায়, মোশনরক এন্টারটেইনমেন্ট এর মাসুদুল হাসানের সার্বিক তত্বাবধায়নে ও কাজল আরেফিন অমির পরিচালনায় নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির , সাফা কবির, পারশা ইভানা, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, শিমুল শর্মা ও লামিমা লাম।

খুলনা গেজেট / আ হ আ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!