দিনাজপুরের ফুলবাড়ীতে সাড়ে ১৪ ঘণ্টার ব্যবধানে স্বজনপুকুর গুমটি এলাকার রেল পয়েন্টে ফের দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল ৩টা ২৫ মিনিটে ওই এলাকায় সোমবার রাতের দুর্ঘটনা কবলিত ট্রাকের সঙ্গে সংঘর্ষে আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে গেছে। এতে ফুলবাড়ী হয়ে সারা দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
এলাকাবাসী জানায়, ট্রেনটি দ্রুতগতিতে থাকলে জান-মালের বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারত।
ফুলবাড়ী রেল স্টেশনের মাস্টার রফিক চৌধুরী জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ফুলবাড়ী রেল স্টেশনে খুলনা থেকে চিলাহাটিগামী আন্তঃনগর রূপসা একপ্রেস ট্রেনটি ক্রসিংয়ের জন্য দাঁড়িয়ে ছিল। সোমবার রাতে মালবাহী ট্রেন ও ট্রাকের সংঘর্ষের কারণে পয়েন্টটিতে সমস্যা হতে পারে ভেবে ২ নম্বর লাইন দিয়ে পার্বতীপুর থেকে খুলনাগামী খুলনা মেইল ট্রেনটি ক্রসিং হয়। পরে স্টেশনে দাঁড়িয়ে থাকা রূপসা একপ্রেস ট্রেনটি গন্তব্যে যাওয়ার জন্য ২ নম্বর লাইন দিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু সোমবার রাতের মালবাহী ট্রেন ও ট্রাক সংঘর্ষের দুর্ঘটনাস্থল পরিদর্শনে আসা পাকশীর সহকারী বিভাগীয় কর্মকর্তা সোবহানের নির্দেশে ট্রেনটি ১ নম্বর লাইন দিয়ে ছেড়ে দেওয়া হয়। এসময় স্বজন পুকুর গুমটি এলাকার পয়েন্টের কাছে গিয়ে রাতের দুর্ঘটনা কবলিত ট্রাককে ধাক্কা দিলে রূপসা একপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।
তিনি আরো জানান, বর্তমানে ফুলবাড়ী হয়ে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে পার্বতীপুরে রিলিফ ট্রেন আসার জন্য খবর দেওয়া হয়েছে। রিলিফ ট্রেন এসে আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি সরিয়ে নিলে ফের যোগাযোগ স্বাভাবিক হবে।
উল্লেখ্য, সোমবার রাত ১টার দিকে মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ফুলবাড়ী স্টেশনের পয়েন্টম্যান সুসান্ত কুমার দাস (৩৩) নিহত হন। দুর্ঘটনার পর পার্বতীপুর ও ফুলবাড়ী হয়ে সারা দেশের রেল যোগাযোগ ৫ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার সকাল ৬টার দিকে স্বাভাবিক হয়।
খুলনা গেজেট/কেএম