যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে একাধিক পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চীনের প্রেসিডেন্ট সমস্ত মার্কিন পণ্যের ওপর ৩৪ শতাংশ অতিরিক্ত শুল্ক এবং কিছু বিরল খনিজ পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছেন।
বেইজিংয়ের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সাতটি বিরল আর্থ এলিমেন্টের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। যার মধ্যে রয়েছে গ্যাডোলিনিয়ামও ইট্রিয়াম।
চীন শুল্কের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) কাছে মামলা দায়ের করবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি।
এদিন বুধবার (২ এপ্রিল) চীনের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক আরোপ করে ট্রাম্প প্রশাসন। এ ঘটনার পরপরই পাল্টা কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছিল চীন।
খুলনা গেজেট/জেএম