খুলনা, বাংলাদেশ | ২০ অগ্রহায়ণ, ১৪৩১ | ৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  সংবিধানের পঞ্চদশ সংশোধনী : রায় কবে জানা যাবে আজ

ট্রাম্পের বিরুদ্ধে এক শিল্পীর মামলা!

আন্তর্জাতিক ডেস্ক

অনুমতি না নিয়ে নির্বাচনী প্রচারে গান ব্যবহারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছেন ক্যানাডিয়ান-অ্যামেরিকান গায়ক নিল ইয়ং৷ দু’টি গানের জন্য তিন লাখ ডলারের ক্ষতিপূরণ চেয়েছেন এই শিল্পী৷

নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে ইতোমধ্যে শুরু হয়েছে প্রচারের তোড়জোর৷ সমর্থকদের আকৃষ্ট করতে গতমাসে ওকলাহোমার তুলসা অঞ্চলে বাজানো হয়েছিল নিল ইয়ংয়ের “রকিন ইন দ্য ফ্রি ওয়ার্ল্ড” ও “ডেভিলস সাইডওয়াক” গান দু’টি ৷ প্রতিটি গানের জন্য দেড় লাখ ডলার করে মোট তিন লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করে তাই মামলা ঠুকে দিয়েছেন ইয়ং৷

যুক্তরাষ্ট্রে কপিরাইট আইনে, শিল্পীকে সজ্ঞানে তার গান অজ্ঞতা ও ঘৃণা প্রকাশ করা হয় এমন “অ-যুক্তরাষ্ট্রীয়” নির্বাচনী প্রচারের থিমসং হিসেবে ব্যবহারে সম্মতি দিতে নিষেধ করা হয়েছে৷

একারণে গত ৩ জুলাই নিজের ওয়েবসাইটে নিল ইয়ং লিখেছিলেন, ‘‘এই প্রেসিডেন্টের কথা শেষ হওয়ার পরই ‘রকিন ই দ্য ফ্রি ওয়ার্ল্ড’ বাজালে কেমন লাগতে পারে ভাবুন একবার৷ মনে হয় গানটা যেন তারই থিমসং৷ কিন্তু আমি তো এজন্য গানটা লিখিনি৷’’

নিল ইয়ংয়ের মামলার বিষয়ে ট্রাম্প বা তার নির্বাচনি দলের কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি৷




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!