তুরাগ নদে ট্রলার ডুবির ঘটনার রেশ কাটতে না কাটতেই একই স্থানে সিমেন্টবোঝাই একটি বাল্কহেড ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রোববার (১০ অক্টোবর) বিকেল ৪টার দিকে সাভারের আমিনবাজারে তুরাগ নদের গাবতলী ও দ্বীপনগর পাড়ের মাঝনদীতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সবুর।
তিনি জানান, প্রায় এক ঘণ্টা আগে ট্রলারডুবির ঘটনাস্থল থেকে একটু সামনে একটি সিমেন্টবোঝাই বাল্কহেড ডুবে যায়। বাল্কহেডটি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে তারা সিমেন্ট নিয়ে এসেছিল আনলোড করার জন্য। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খোঁজ খবর নিয়ে বিস্তারিত পরে জানানো হবে।
আমিনবাজার নৌ-পুলিশের পরিদর্শক আলমগীর শেখ বলেন, দুটি বাল্কহেডের সংঘর্ষে সিমেন্টবোঝাই একটি বাল্কহেড ডুবে যায়। তবে এ ঘটনায় কোনো নিখোঁজ কিংবা মৃতের ঘটনা ঘটেনি। পরে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, শনিবার (০৯ অক্টোবর) ভোরে সাভারের আমিনবাজারে তুরাগ নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ১৮ যাত্রীসহ একটি ট্রলার ডুবে যায়। এ সময় ৭ জন নিখোঁজ হলেও ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। বাকি দুইজন এখনও নিখোঁজ রয়েছে।
খুলনা গেজেট/এএ