টোলমুক্ত রূপসা ঘাটের দাবিতে পূর্ব রূপসা ঘাট এলাকায় ঘাট ব্যবহারকারী সর্বস্তরের জনগণ শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার (১৩ এপ্রিল) দুপুরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে ব্যস্ততম রূপসা ঘাট টোলমুক্ত করার দাবি জানান। এছাড়া মাঝিদের রূপসা নদীর অন্যান্য ঘাটের মত কম টাকা নেয়ার ও যাত্রী হয়রানি বন্ধ করার দাবি জানান তারা। অন্যথায় তারা কঠোর কর্মসূচি ঘোষণা করবেন বলে হুশিয়ার করেন।
মানববন্ধনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ, শ্রমিক কল্যাণ ফেডারেশন, রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি, রূপসা কলেজ, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়, বাগমারা আল আকসা দাখিল মাদ্রাসা, বাগমারা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সান প্রিন্টিং প্রেস, বাগমারা বাজার বণিক সমিতি, নৈহাটী কালিবাড়ি বাজার বুনিক সমিতি, পূর্ব রূপসা দাদার বণিক সমিতি, ইলাইপুর বাজার বনিক সমিতি, কাজদিয়া বাজার বণিক সমিতিসহ বিভিন্ন পর্যায়ের গণমাধ্যম কর্মী, বিভিন্ন পেশাজীবী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানান স্লোগান সম্বলিত প্লাকার্ড ও ব্যানার হাতে নিয়ে মানববন্ধনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ ও একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধন শেষে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার উপদেষ্টা ও বিআইডব্লিউটিএ য়ুগ্ম-পরিচালক দপ্তরে স্নারকলিপি প্রদান করা হয়।
রূপসা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস এম মাহবুবুর রহমান এর সভাপতিত্বে ও জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ফাহাদ গাজীর পরিচালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তৃতা করেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোল্লা খাইরুল ইসলাম, সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম রিয়াজ, রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম পলাশ, নৈহাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াস হোসেন, বাগমারা দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেখ লুৎফর রহমান, সামছুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হায়দার আলী, বাগমারা আল-আকসা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কামাল হোসাইন, রূপসা বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম মোল্লা, দৈনিক সময়ের খবরের মফজল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, রূপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি চক্রবর্তী বিষ্ণু, রবিউল ইসলাম তোতা, রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খান আব্দুল জব্বার শিবলী, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, কৃষ্ণ গোপাল সেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন-আহবায়ক বিকাশ মিত্র, যুগ্ম-আহবায়ক শেখ রয়েল আজম, রবিউল ইসলাম রবি, মো. ইসমাইল হোসেন, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম দিদার, গণ অধিকার পরিষদ খুলনা জেলা শাখার সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সান প্রিন্টিং প্রেসের স্বত্বাধিকারী মইনুল ইসলাম টুটুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মুর্শিদুর রহমান লিটন, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. আল-আমিন, নৈহাটী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন-আবায়ক আমিরুল ইসলাম তারেক, উপজেলা ইমাম পরিষদের সিনিয়র সহ-সভাপতি হাফেজ ক্বারী মামুনুর রশীদ, সারাহ সুপার স্টোরের নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম সুমন (মেজ ভাই), নৈহাটি ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা মহিউদ্দিন শেখ, সেক্রেটারি মো. আজিম উদ্দিন, নৈহাটী ইউনিয়ন কালিবাড়ি বাজার বনিক সমিতির সভাপতি শাহ জামান প্রিন্স, সাধারণ সম্পাদক মুক্তাদির বিল্লাহ, বাগমারা আল-আকসা দাখিল মাদ্রাসা শিক্ষক আতাউর রহমান, আজগর আলী, তরিকুল ইসলাম, বাগমারা বাজার বনিক সমিতির সভাপতি হাফেজ মাওলানা আরাফাত হোসাইন সাধারণ সম্পাদক মো. নাজমুল হুসেইন, ইসলামিক ফাউন্ডেশন রূপসা উপজেলার মডেল কেয়ারটেকার আব্দুস সালাম, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ উপজেলা শাখার সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত সার্জেন্ট মোহাম্মদ আব্দুল্লাহ, গ্রাম্য ডাক্তার কল্যাণ কমিটির সাংগঠনিক সম্পাদক নাজমুস সাদাত বাবলু, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাঈদ আনোয়ার, হাফেজ মিজানুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা হাসান মির্জা, নাঈম রেজা, মো. সামি, জাহিদুল ইসলাম মোঃ পারভেজ, মো. মেহেদী হাসান, পূর্ব ও পশ্চিম রূপসা ইঞ্জিন চালিত মাঝি সংঘের সভাপতি হালিম শেখ, সাধারণ সম্পাদক হারেস হাওলাদার, সহ-সম্পাদক খোকন শেখ, কোষাধ্যক্ষ ফজলুল মাতব্বর, জামায়াত নেতা রবিউল ইসলাম, ফটো সাংবাদিক এমকে মনিরুল হোসেন, বাগমারা যুব কল্যাণ পরিষদের সদস্য মো. অহিদুজ্জামান, আল মামুনুর রশীদ, মো. মেহেদী হাসান মিঠু, হাসান রাব্বি, ছাত্রদল নেতা মো. আলামিন, মো. পিয়াস প্রমুখ ব্যক্তিবর্গ।
খুলনা গেজেট/জেএম