বাংলাদেশে টেস্টের সংস্কৃতি নেই- সম্প্রতি এমন বক্তব্য দিয়ে তোলপাড় ফেলেছেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। টেস্টে দলের ক্রমাগত ব্যর্থতার পেছনে দেশের ক্রিকেটে টেস্টের সংস্কৃতি গড়ে তুলতে না পারাকে দায়ী করেছেন তিনি। সাকিবের এই দাবির সাথে দ্বিমত নেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনেরও।
তিনি বলেন, ‘সাকিব যেটা বলেছে সেটা সাকিবের ব্যাপার। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, একেবারে দ্বিমত করব না আমি। টেস্ট ধৈর্যের খেলা, এটা তো সবাই স্বীকার করেন। এই ধৈর্য কিন্তু শুধু খেলোয়াড়দের না, এটা সকলের।’
সাকিব যেমন বলছেন, টেস্টে ব্যর্থতার পেছনে সব দায়ভার ক্রিকেটারদের নয়; বিসিবি সভাপতিও ঠিক একই কথা বললেন। তিনি বলেন, ‘সাকিব বলেছে সাকিবের ভাষ্য। আমি বলতে চাচ্ছি- সব মিলিয়ে আমাদের টেস্ট সংস্কৃতি তেমন নেই এটা ঠিক আছে। ওদেরকে দোষও দিতে পারি না। ওদের টেস্ট খেলার সুযোগ ছিল কোথায়? এখন শুরু হচ্ছে। আমরা বাইরে গিয়েও জেতা শুরু করেছি। তাই বলে কি সব ম্যাচ জিতব নাকি? আপনারা এই জিনিসটা বুঝতে পারছেন না, টেস্ট পুরো ভিন্ন ধরনের খেলা।’
বিসিবি সভাপতি মনে করেন, টেস্টের সংস্কৃতি গড়ে তোলার জন্য দলকে আরও সময় দিতে হবে, সময় দিতে হবে খেলোয়াড়দের। মোট কথা, ক্রিকেটারদের পাশাপাশি টেস্ট নিয়ে সমর্থক ও গণমাধ্যমকেও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন পাপন।
তিনি বলেন, ‘সংস্কৃতি শুধু খেলোয়াড়দের না, আমাদের সবাইকেই ধৈর্য ধরতে হবে। অনেক দেশের সময় লেগেছে, বাংলাদেশেরও লাগবে। আপনাদের যেমন মন খারাপ, আমার মন আরও বেশি খারাপ। আমরা তো বলি না টেস্টে আমরা ভালো দল। উন্নতির জন্য সময় লাগবে। ধৈর্য লাগবে। ইচ্ছা করলেই রাতারাতি ভালো করার সুযোগ নেই। এই ধৈর্য সকলের জন্য। মিডিয়া, দেশের মানুষ সবার জন্য। অন্যান্য দেশ ধৈর্য ধরলে আমাদেরও ধৈর্য ধরতে হবে।’
খুলনা গেজেট/ টি আই