লক্ষ্যটা বেশি বড় হতে দিল না বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট করেছে টাইগাররা। নিজেদের লক্ষ্য রেখেছে ৩০০ এর নিচে।
এর আগে দক্ষিণ আফ্রিকায় কোনো ওয়ানডে জয়ের স্মৃতি ছিল না বাংলাদেশ দলের। এবার প্রোটিয়াদের হারিয়ে তাদের ঘরের মাঠে ম্যাচের সঙ্গে একদিনের ফরম্যাটের সিরিজও জিতে নিয়েছে টাইগাররা। পঞ্চাশ ওভারের ফরম্যাটের পর এবার টেস্ট সিরিজের লড়াই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে তো বটেই, সবমিলিয়ে ১২ ম্যাচে কোনো জয় নেই লাল-সবুজের প্রতিনিধিদের। এবার দুর্দান্ত সুযোগ এসেছে মুমিনুল হকের দলের সামনে। ডারবান জয়ের জন্য প্রয়োজন ২৭৪ রান।
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৩৬৭ অলআউট হয় প্রোটিয়ারা। পরে বাংলাদেশের ইনিংস থামে ২৯৮ রানে। ৬৯ রানে এগিয়ে থেকা স্বাগতিকদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২০৪ রানে। ফলে ২৭৩ রানের লিড পায় দক্ষিণ আফ্রিকা। যেখানে টেস্ট জিতে ইতিহাস গড়তে সাড়ে ৩ সেশনে করতে হবে ২৭৪ রান।
দ্বিতীয় ইনিংস বাংলাদেশের হয়ে বল হাতে এবাদত হোসেন আর মেহেদী হাসান মিরাজ সমাম ৩টি করে উইকেট নেন। কাঁধের চোট নিয়ে বল করেও ২ উইকেট পান তাসকিন।
মূলত বোলারদের দাপটেই দক্ষিণ আফ্রিকায় এমন উজ্জ্বল পারফরম্যান্স বাংলাদেশের দলের। আজ (রোববার) ম্যাচের চতুর্থ দিনে ১৯৮ রান দিয়ে প্রতিপক্ষের ১০ উইকেট তুলে নিয়েছে সফরকারী। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৬৪ রানের ইনিংস খেলেন অধিনায়ক ডিন এলগার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৯ রান করে অপরাজিত থাকেন রায়ান রিকলটন।
ধারাবাহিকভাবে উইকেট হারানো প্রোটিয়ারা শেষ ৪ উইকেট খুইয়েছে ২১ রানে। এই ইনিংসে বাউন্ডারি লাইন থেকে সরাসরি এক থ্রোতে সাইমন হারমারকে রান আউট করেন বদলি ফিল্ডার নুরুল হাসান সোহান। একাধিক সুযোগ হাতছাড়া করলেও দুর্দান্ত ক্যাচ নিয়েছেন ইয়াসির আলি রাব্বি আর সাদমান ইসলাম।
খুলনা গেজেট/ টি আই