ইংল্যান্ডের বিরুদ্ধে চার ম্যাচের টেস্ট সিরিজ ৩-১ ব্যবধানে জিতেছে ভারত। দারুণ এই সাফল্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট নিশ্চিত করেছে তারা। সেই সঙ্গে আইসিসির দলগত টেস্ট ব়্যাঙ্কিংয়েও এক নম্বরে উঠে আসে তারা। টিম ইন্ডিয়া এক্ষেত্রে পিছনে ফেলে নিউজিল্যান্ডকে।
কয়েক মাস আগেই নিউজিল্যান্ড দল অস্ট্রেলিয়ার কাছ থেকে টেস্ট ব়্যাঙ্কিংয়ের এক নম্বর জায়গা ছিনিয়ে নিয়েছিল। এবার তাদের কাছ থেকে সিংহাসন নিজেদের দখলে নিলেন কোহলিরা। ভারত আবার হয়েছে বিশ্বের এক নম্বর টেস্ট দল।
ইংল্যান্ডকে শেষ টেস্টে হারানোর পর ভারতের সংগৃহীত রেটিং পয়েন্ট ১২২। দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের ১১৮ রেটিং পয়েন্ট। তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। তাদের রয়েছে ১১৩ পয়েন্ট। ভারতের কাছে সিরিজ হারের পর ইংল্যান্ডের সংগ্রহ ১০৫ পয়েন্ট। তারা রয়েছে তালিকার চার নম্বরে।
টেস্ট ব়্যাঙ্কিং তালিকায় পরে পাকিস্তান (৯০), দক্ষিণ আফ্রিকা (৮৯), শ্রীলঙ্কা (৮৩), ওয়েস্ট ইন্ডিজ (৮০) ও বাংলাদেশ (৫১)।
খুলনা গেজেট/কেএম