প্রথম চার দিনের টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল। প্রথম ইনিংসে বাংলাদেশ ‘এ’ দলের করা ১৬৭ রানের বিপরীতে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দিন শেষ করেছে স্কোরবোর্ডে ২৬৩ রান তুলে। ৯৬ রানের লিডে আছে উইন্ডিজ, হাতে তাদের আরও ৫টি উইকেট।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগের দিন ৩ উইকেটে ১৬৫ রান করা উইন্ডিজ ম্যাচের তৃতীয় দিন কেবল ৩৫ ওভার ব্যাট করতে পারে। এতে আরও দুই উইকেট হারিয়ে স্কোরবোর্ডে যোগ করে ৯৮ রান। আর তাতেই স্বাগতিক দল লিড পায় ৯৬ রানের।
ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের অধিনায়ক জশুয়া ডা সিলভা আর উইকেটকিপার টেভিন ইমলাচ যথাক্রমে ১৪ ও ২৩ রানে অপরাজিত থেকে তৃতীয় দিন সকালে ব্যাট হাতে নামেন। শুরুটা বেশ দেখেশুনে ব্যাট করলেও ব্যক্তিগত ৩৬ রানে খালেদ আহমেদের শিকার হন ইমলাচ।
এরপর জশুয়া ডা সিলভাও হয়েছেন খালেদের এলবিডব্লিউর শিকার। প্যাভিলিয়নে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৪৩ রান। বাংলাদেশ পরের ১০ ওভারে আর কোনো উইকেট তুলতে পারেনি। অলিক আথানাজে ৩০ ও ইয়ানিক ক্যারিয়াহ ১৮ রানে অপরাজিত থেকে দিন শেষ করে আসেন।
বাংলাদেশের অন্য বোলারদের মধ্যে এ দিনও বেশ আঁটসাঁট বোলিং করেন অফ স্পিনার নাঈম হাসান। তবে পেসার রেজাউর রহমান রাজা ছিলেন আগের দিনের মতোই খরুচে। আরেক পেসার এনামুল হক অবশ্য নিয়ন্ত্রিত বোলিং করেন। তবে উইকেটের দেখা পাননি তিনি।
এর আগে বাংলাদেশ ‘এ’ দল প্রথম ইনিংসে অলআউট হয়েছে ১৬৭ রানে। মারকুইনো ৫৯ রান খরচায় তুলে নিয়েছেন ৫টি উইকেট।
খুলনা গেজেট/ এস আই