খুলনা, বাংলাদেশ | ২৭ মাঘ, ১৪৩১ | ১০ ফেব্রুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য অনাকাঙ্ক্ষিত : পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
  দেশে বিশৃঙ্খলার জন্য শেখ হাসিনাই দায়ী, তার পাতা ফাঁদে পা না দিতে দেশবাসীর প্রতি আহবান মির্জা ফখরুলের
  আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক ব্যবস্থা নিতে সন্ধ্যায় খোলা হচ্ছে কেন্দ্রীয় কমান্ড সেন্টার: প্রেস সচিব

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: সুরুজ মিয়া ও সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস।

মঙ্গলবার বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে প্রথমে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান সড়ক ও জনপথ বিভাগের গোপালগঞ্জ জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো: সুরুজ মিয়া। এরপর সড়ক ও জনপথ বিভাগের গোপালগঞ্জ সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তাপসী দাস শ্রদ্ধা জানান।

পরে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। পরে তারা বঙ্গবন্ধু ভবনে রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখেন ও বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন।

এসময় গোপালগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: জাহিদ হোসেন, উপ-বিভাগীয় প্রকৌশলী কুমারেশ বিশ্বাস, সহকারী প্রকৌশলী মোতাহার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো: আনোয়ার, মো: করিম আলী, সাজ্জাদুল ইসলাম, সার্ভেয়ার শিবলী সাদিকসহ সড়ক বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!