জীবন ও স্বাস্থ্য সুরক্ষার অঙ্গীকার পূরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশব্যাপী মুজিব বর্ষের কর্মসূচি পালনের অংশ হিসেবে টুঙ্গীপাড়ায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে “খাদ্যের নিরাপদতা” শীর্ষক এক সেমিনার আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।
টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম। সেমিনারে ‘খাদ্যের নিরাপদতা’ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গোপালগঞ্জের সহকারি পরিচালক শামীম হাসানসহ টুঙ্গিপাড়া উপজেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। সেমিনারে বিভিন্ন হোটেল, রেস্তোরা, মিষ্টি ও বেকারি ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা সচেতনতার পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে শাস্তি প্রদান জোরদার করার অনুরোধ করেন।
খুলনা গেজেট/এ হোসেন