আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। ১৫ সদস্যের দলের অধিনায়ক করা হয়েছে টেম্বা বাভুমাকে। এছাড়া বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছে টি-টোয়েন্টি অভিষেক না হওয়া কেশভ মাহরাজকে।
দেশের হয়ে ৩৬টি টেস্ট ও ১৪ ওয়ানডে খেললেও কখনো টি-টোয়েন্টি খেলেননি তিনি। ঘরোয়া ক্রিকেটে ১০৪টি টি-টোয়েন্টি খেলে ৮৩ উইকেট নিয়েছেন তিনি। তার সঙ্গে দুই স্পিনার রাখা হয়েছে জর্জ লিনডে ও তাবরেজ শামসি।
দল থেকে বাদ পড়েছেন বেশ কয়েক জন অভিজ্ঞ ক্রিকেটার। সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস ছাড়াও এই তালিকায় আছেন ইমরান তাহির ও ক্রিস মরিস।
১৫ সদস্যের বিশ্বকাপ দল :
টেম্বা বাভুমা, কুইন্টন ডি কক, বজর্ন ফর্চুইন, রিজা হেনরিকস, হেনরিচ ক্লাসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মুলদার, লুঙ্গি এনগিদি, এনরিক নরকিয়া, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেজ শামসি, রাসে ভ্যান ডার ডুসেন।