রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্লেয়ার্স ড্রাফট। যেখানে দল পাননি শাহরিয়ার নাফিস, জুনায়েদ সিদ্দিকী ও আব্দুর রাজ্জাকের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাঠে না গড়ালেও মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ৪ ক্যাটাগরিতে মোট ১৫৭ জন ক্রিকেটারের মধ্যে প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন মোট ৮০ জন ক্রিকেটার। যেখানে ‘এ’ গ্রেডে ছিলেন ৫ জন, ‘বি’ গ্রেডে ২১ জন, ‘সি’ গ্রেডে ২৩ জন ও ‘ডি’ গ্রেডে ১০৮ জন।
ঘরোয়া ক্রিকেটের নিয়মিত হলেও তাকে কেনার আগ্রহ দেখায়নি কোন দল। তার মতো দল পাননি ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা তাইবুর রহমান পারভেজ।
জাতীয় দলের হয়ে খেললেও বেশ কয়েক বছর ধরে টি-টোয়েন্টি টুর্নামেন্টে জায়গা পাচ্ছেন না লেগস্পিনার জুবায়ের হোসেন লিখন। এছাড়া দল পাননি নাইম ইসলাম এবং নাদিফ চৌধুরীর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।
খুলনা গেজেট/এএমআর