খুলনা, বাংলাদেশ | ২৮ পৌষ, ১৪৩১ | ১২ জানুয়ারি, ২০২৫

Breaking News

টি-টোয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে বাড়ছে দলের সংখ্যা

ক্রীড়া ডেস্ক

১০ দলের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করে কঠোর সমালোচনার মুখে পড়েছিল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবুও ২০১৯ সালের পর ২০২৩ বিশ্বকাপও দশ দল নিয়ে আয়োজনের সিদ্ধান্ত নেয় তারা। অবশেষে ওই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ হবে ১৪ দল নিয়ে। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ২০ দল নিয়ে।

মঙ্গলবার আইসিসি সভাশেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানায় তারা। ২০২৭ ও ২০৩১ বিশ্বকাপে হবে ১৪টি দল নিয়ে, মোট ম্যাচ সংখ্যা হবে ৫৪টি। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপ বাড়বে দলের সংখ্যা। দুই বছর পরপর হবে ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই বিশ্বকাপ।

২০ দল নিয়ে এই টুর্নামেন্ট হবে ২০২৪,২০২৬, ২০২৮ ও ২০৩০ সালে। আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ২০২৫ ও ২০২৯ সালে। এছাড়াও ২০২৫, ২০২৭, ২০২৯ ও ২০৩১ সালে হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।

আইসিসি ইভেন্ট ২০২৪-২০৩১ (পুরুষ)-

টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৪, ২০২৬, ২০২৮, ২০৩০ সালে ২০ দলের, ৫৫ ম্যাচের

চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৫, ২০২৯ সালে- ৮ দলের, ১৫ ম্যাচের

ক্রিকেট বিশ্বকাপ- ২০২৭, ২০৩১ সালে- ১৪ দলের, ৫৪ ম্যাচের

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল- ২০২৫, ২০২৭, ২০২৯, ২০৩১ সালে

আইসিসি ইভেন্ট ২০২৪-২০৩১ (নারী)-

টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৪ (১০ দলের, ২৩ ম্যাচের), ২০২৬, ২০২৮, ২০৩০ সালে ১২ দলের, ৩৩ ম্যাচের

ক্রিকেট বিশ্বকাপ- ২০২৫ (৮ দলের, ৩১ ম্যাচের), ২০২৯ সালে ১০ দলের। ৪৮ ম্যাচের

টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি- ২০২৭, ২০৩১ সালে ৬ দলের, ১৬ ম্যাচের।

আইসিসি ইভেন্ট ২০২৪-২০৩১ (অনুর্ধ্ব-১৯)-

মেন্স ক্রিকেট বিশ্বকাপ- ২০২৪, ২০২৬, ২০২৮, ২০৩০ সালে

উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২৫, ২০২৭, ২০২৯, ২০৩১ সালে।

 

খুলনা গেজেট/এমএইচবি




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!