খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  অ্যান্টিগা টেস্ট: শেষ দিনে বাংলাদেশের দরকার ২২৫ রান, হাতে ৩ উইকেট

টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ার ঘোষণা কোহলির

ক্রীড়া ডেস্ক

ভারতের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে আর অধিনায়ক হিসেবে দেখা যাবে না বিরাট কোহলিকে। আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই দায়িত্ব ছেড়ে দেবেন কোহলি। টুইটারে টুইট করে এই সিদ্ধান্তের কথা জানান তিনি। তিন ফরম্যাটে খেলার জন্য কিছুটা ভারমুক্ত হতে চান বলেই এই সিদ্ধান্ত।

অনেকেই মনে করেছিলেন, কোহলি বোধহয় শুধু টেস্টের অধিনায়ক থাকবেন। একদিনের ক্রিকেট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে হয়তো দায়িত্ব নিতে দেখা যাবে রোহিত শর্মাকে। কিন্তু কোহলির বিবৃতিতে পরিষ্কার তিনি শুধু টি-টোয়েন্টি ফরম্যাটেই দায়িত্ব ছাড়ছেন।

টুইটারে দেওয়া বিবৃতিতে কোহলি লিখেছেন, ‘এই সিদ্ধান্তে আসতে আমার অনেক সময় লেগেছে। যারা আমার কাছের মানুষ, সেই কোচ রবি শাস্ত্রী এবং রোহিতের সঙ্গে কথা বলেই অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ফরম্যাটের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। বোর্ড সচিব জয় শাহ এবং সভাপতি সৌরভ গাঙ্গুলীর পাশাপাশি নির্বাচকদের সঙ্গেও আমার কথা হয়েছে। নিজের সম্পূর্ণ ক্ষমতা দিয়েই ভবিষ্যতে ভারতীয় ক্রিকেটকে সেবা করে যাব।’কোহলি আরো যোগ করেছেন, ‘ভারতকে শুধু প্রতিনিধিত্ব করাই নয়, আমার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে পারাটা ছিল সৌভাগ্যের। আমি এটা করতে পারতাম না তাদের ছাড়া- সতীর্থ, সাপোর্ট স্টাফ, সিলেকশন কমিটি, আমার কোচরা এবং সব ভক্ত যারা আমাদের জয়ের জন্য প্রার্থনা করেছেন।’

তিনি আরও যোগ করেছেন, ‘কাজের চাপ বুঝতে পারা খুব গুরুত্বপূর্ণ এবং গত ৮-৯ বছর ধরে তিন ফরম্যাটেই খেলে যাওয়া ও পাঁচ-ছয় বছরে ধরে নেতৃত্বে দেওয়ার যে চাপ, সেটা বিবেচনা করে আমি বুঝতে পারছি টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে ভারতীয় দলকে পুরোপুরি নেতৃত্ব দিতে প্রস্তুত থাকার জন্য আমার নিজেকে সময় দেওয়া প্রয়োজন।’

ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে কোহলির সাফল্যের পাল্লাটা বেশ ভারিই বলা যায়। কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির থেকেও পরিসংখ্যানে এগিয়ে তিনি। টি-টোয়েন্টিতে ৪৫ ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়ে ২৯টিতেই জয় পেয়েছেন কোহলি। হেরেছেন ১৪টি, ফল হয়নি দুই ম্যাচের। সাফল্যের হার ৬৪.৪৪ শতাংশ। এই ফরম্যাটে যা কিনা বিশ্বের যে কোনো অধিনায়কের দ্বিতীয় সেরা সাফল্য (কমপক্ষে ৪০ ম্যাচে নেতৃত্ব দেয়া)।

১৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ভারতের লড়াই শুরু হবে ২৪ অক্টোবর। সুপার-১২ পর্বের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত।




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!