গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃহস্পতিবার (২৭ জুন) টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃষ্টি বাগড়া দিচ্ছে বারবার। ম্যাচ শুরুর কথা ছিল স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে। যদিও বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে বিলম্ব হয়। অবশেষে ১১টা ২০ মিনিটে টসের পর ১১টা ৪৫ মিনিটে খেলা শুরু হয়। টস জিতে বোলিং বেছে নেন ইংল্যান্ড দলনায়ক জস বাটলার।
তবে খেলা বেশিক্ষণ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। ৮ম ওভার শেষেই আবারও ম্যাচে হানা দেয় বৃষ্টি। তাতে আপাতত বন্ধ আছে খেলা। তার আগে ২ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে ভারত। বিরাট কোহলি (৯) ও ঋষভ পন্ত (৪) ফিরে গেছেন সাজঘরে। রোহিত শর্মা ২৬ বলে ৩৭ ও সূর্যকুমার যাদব ৭ বলে ১৩ রান করে অপরাজিত আছেন।
বৃষ্টিতে খেলা পণ্ড হলে ভারত উঠে যাবে ফাইনালে। কারণ, সুপার এইটে ইংল্যান্ডের (৪) চেয়ে ভারতের (৬) পয়েন্ট বেশি ছিল।
খুলনা গেজেট/কেডি