খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  হবিগঞ্জের মাধবপুরে গাড়ির ধাক্কায় তিন নারী শ্রমিক নিহত
  সংস্কার কমিশন প্রতিবেদন দেওয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করবে ইসি, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন করা কঠিন : সিইসি

টিভিতে প্রধানমন্ত্রীকে অপমান, সাংবাদিককে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

টেলিভিশন সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে অপমানের মামলায় ইতালির এক সাংবাদিককে মানহানির অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে। রোমের একটি আদালত বৃহস্পতিবার সাভিয়ানো নামে ওই সাংবাদিককে দোষী সাব্যস্ত ও এক হাজার ইউরো জরিমানা করে। তবে যদি তিনি এই অপরাধের পুনরাবৃত্তি করেন তবেই তাকে এ জরিমানা দিতে হবে।

মামলার আইনজীবী জানান, এটি স্থগিত সাজার অংশ হওয়ায় তাকে জরিমানা দিতে হবে না। যদিও রাষ্ট্রপক্ষ ১০ হাজার ইউরো জরিমানা চেয়েছিল।

তবে সমালোচকরা বলছেন, এ রায় সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে একটি ‘শীতল বার্তা’ দিচ্ছে। খবর-বিবিসি

প্রধানমন্ত্রী হওয়ার আগে ২০২০ সালে অভিবাসন নিয়ে মেলোনির অবস্থানের সমালোচনা করার সময় ‘বাস্টার্ড’ শব্দ ব্যবহার করেছিলেন সাভিয়ানো। এ নিয়েই তাকে অভিযুক্ত করা হয়।

আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সাভিয়ানো বলেন, মেলোনির সরকার অভিবাসীদের সম্পর্কে ‘মিথ্যা’ বলার জন্য তাকে ‘ভয় দেখিয়েছে’।

তবে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির আইনজীবী বলেছেন, সাভিয়ানোর কথাগুলো সমালোচনা নয় ‘অপমানজনক’ ছিল। ‘অতিরিক্ত, অশ্লীল ও আক্রমণাত্মক ভাষার জন্য’ তাকে অভিযুক্ত করা হয়েছে।

ওই সাক্ষাত্কারে অভিবাসী উদ্ধারে দাতব্য জাহাজ সম্পর্কে মন্তব্যের জন্য মেলোনি ও ডানপন্থী নেতা ম্যাটিও সালভিনির সমালোচনা করেছিলেন স্যাভিয়ানো। বিরোধী নেতা হিসেবে মেলোনি বলেছিলেন, উদ্ধারকৃত অভিবাসীদের বহনকারী নৌকাগুলো ডুবিয়ে দেওয়া উচিত।

এদিকে পেন ইন্টারন্যাশনাল রাইটারস অ্যাসোসিয়েশন প্রধানমন্ত্রীকে মামলাটি প্রত্যাহারের জন্য অনুরোধ করেছিল। কিন্তু জর্জিয়া মেলোনি বলেছিলেন, এটি বিচারকদের সিদ্ধান্তের উপর নির্ভর করে।

সংস্থাটি বলেছে, এ রায় ‘বাকস্বাধীনতার জন্য একটি উদ্বেগজনক’। সারা দেশের লেখক ও সাংবাদিকদের জন্য বিপজ্জনক সতর্কবার্তা।

স্যাভিয়ানোর আইনজীবী বলেছেন, তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

মেলোনি এর আগেও ডোমানি পত্রিকার সম্পাদকদের বিরুদ্ধে একই রকম একটি মামলা করেছিলেন।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!