খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের ৮ দিনের রিমান্ড মঞ্জুর
  টাঙ্গাইলে বাস-পিকআপ সংঘর্ষে ৪ জন নিহত
  শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম গ্রেপ্তার
  নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

টিপু হত্যায় অস্ত্রসহ আরও একজন আটক

গেজেট ডেস্ক

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরফান উল্লাহ দামাল নামের একজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে।

ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) রিফাত মোহাম্মদ শামীম শুক্রবার সকালে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

ডিবির মতিঝিল বিভাগের ডিসি রিফাত মোহাম্মদ শামীম সাংবাদিকদের জানান, মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু হত্যার আগে দামালসহ কয়েকজন কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রূপালী সমাজ উন্নয়ন সংস্থায় একটা বৈঠক করেছিলেন।

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আরফান উল্লাহ দামাল নামের একজনকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে।

ডিবির মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) রিফাত মোহাম্মদ শামীম শুক্রবার সকালে বিষয়টি জানিয়েছেন।

ডিসি রিফাত জানান, মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু হত্যার আগে দামালসহ কয়েকজন কমলাপুর রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের পেছনে রূপালী সমাজ উন্নয়ন সংস্থায় একটা বৈঠক করেছিলেন।

তিনি জানান, দামালের নামে মতিঝিল থানায় অস্ত্র আইনে মামলা হচ্ছে। তাকে রিমান্ডে নিযে টিপু হত্যার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। উদ্ধার হওয়া অস্ত্রটিও পরীক্ষা করা হবে।

ডিবির একটি সূত্র জানায়, দামাল স্থানীয় যুবলীগ নেতা হিসেবে পরিচিত। টিপু হত্যার আগে তার সঙ্গে বৈঠকে উপস্থিত থাকা অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

গত ২৪ মার্চ রাতে শাহজাহানপুরের আমতলা এলাকায় অস্ত্রধারীর গুলিতে নিহত হন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু ও ২৪ বছর বয়সী কলেজছাত্রী প্রীতি।

২০১৩ সালের ২৯ জুলাই রাজধানীর গুলশানে শপার্স ওয়ার্ল্ড নামে একটি বিপণিবিতানের সামনে খুন হন যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক রিয়াজুল হক খান মিল্কী। আলোচিত এ হত্যা মামলার অন্যতম আসামি ছিলেন তৎকালীন মতিঝিল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম টিপু।

টিপু ও প্রীতি হত্যার পরের দিন শুক্রবার সুরতহাল প্রতিবেদন প্রকাশ করে পুলিশ। এতে বলা হয়, টিপুর শরীরে গুলির ১৩টি ক্ষতচিহ্ন পাওয়া গেছে। আর প্রীতির শরীরে মিলেছে দুটি ক্ষতচিহ্ন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!