খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  ৭ দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা
  ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যানসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
  ৪০তম ব্যাচের ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

টিকার দাম দিয়ে খরচের হিসাব কষলে হবে না : প্রধানমন্ত্রী

গেজেট ডেস্ক

করোনাভাইরাস প্রতিরোধী টিকার দাম দিয়ে সরকারের খরচের হিসাব কষলে তা সঠিক হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টিকা সংরক্ষণ, পরিবহন, স্থান, সিরিঞ্জ, স্বাস্থ্যকর্মীর ভাতা, তাদের সুরক্ষার পেছনে ব্যয় যোগ করার পর সঠিক হিসাবটা পাওয়া যাবে বলে অভিমত দিয়েছেন তিনি।

ঈদ উপহার হিসেবে মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ৩২ হাজার ৯০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে দুই শতক জমিসহ ঘর প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

এই আয়োজনে আরও যুক্ত ছিল প্রধানমন্ত্রীর কার্যালয়, গৃহ নির্মাণ স্থল হিসেবে ফরিদপুরের নগরকান্দা, বরগুনা সদর, চট্টগ্রামের আনোয়ারা, সিরাজগঞ্জের সদর প্রান্ত।

করোনাভাইরাসের টিকা কেনা এবং তা প্রয়োগের ক্ষেত্রে সরকার যে হিসাব দিয়েছে, প্রকৃত খরচ তার চেয়ে প্রায় ২২ হাজার কোটি টাকা কম বলে দাবি করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সেই দাবি পুরোটা অনুমাননির্ভর বলে জানিয়েছেন সংস্থাটির গবেষক।

সরকার যে হিসাব দিয়েছে, তাতে ক্রয়, সংরক্ষণ, বিতরণ ও প্রয়োগ মিলিয়ে প্রতি টিকায় খরচ দাঁড়ায় ১ হাজার ৩৩৫ টাকার কিছু বেশি। অন্যদিকে টিআইবি যে দাবি করেছে, তাতে খরচ হয় ৬০০ টাকার কিছু বেশি।

সে প্রসঙ্গ টেনে শেখ হাসিনা বলেন, ‘এখানে টিকাদানের ক্ষেত্রে কেউ যদি শুধু ওই একটা ভ্যাকসিনের দাম কত, সেই হিসাব ধরে, সেই হিসাব ধরলে কিন্তু হবে না।’

নিজের বক্তব্যের ব্যাখ্যায় প্রধানমন্ত্রী বলেন, ‘একটা ভ্যাকসিন দিতে গেলে আমাদের যে লোকবল লেগেছে, স্থান লেগেছে, ভ্যাকসিনটা নিয়ে এসে, যেটা আমাদের ফ্রিজারে রাখতে হয়েছে, সেই ডিপ ফ্রিজ কোনোটা হয়তো মাইনাস ২৫, কোনোটা মাইনাস ৭০ পর্যন্ত, সেগুলোও আমাদের সংগ্রহ করতে হয়েছে।’

টিকাদান কর্মসূচির ব্যয়ের আরও খাত তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘আবার সেগুলো নিয়ে একেবারে গ্রামপর্যায়ে দিচ্ছি, ইউনিয়ন পর্যায়েও। সেখানেও কিন্তু এয়ার কন্ডিশনার ঘর তৈরি করতে হয়েছে। তারও একটা খরচ আছে।

‘আমাদের ভলান্টিয়ার যারা, স্বাস্থ্যকর্মী যারা, যারা ঘরে ঘরে গিয়ে টেস্ট করে যাচ্ছে, এই টেস্ট করতেও কিন্তু পয়সা খরচ হয়। যারা করছে, ডাক্তার এবং আমাদের হেলথ প্রোভাইডার, স্বাস্থ্যকর্মী, তাদের প্রতিদিনের থাকা-খাওয়া, ভাতা এমনকি তাদের ‍সুরক্ষার জন্যও যে পোশাক, যেটাকে পিপিই বলে, সেগুলো যে দিতে হয়েছে, তার পেছনেও কিন্তু খরচ আছে।’

শেখ হাসিনা বলেন, ‘ইনজেকশন দিতে গেলে যে সিরিঞ্জ আছে, তার পেছনেও খরচ আছে। এসব খরচ যদি এক করে দেখেন, তাহলে হয়তো সঠিক তথ্যটা পাবেন, কত হাজার কোটি টাকা এর পেছনে খরচ হয়েছে। আমরা কিন্তু সব বিনা পয়সায় করে দিয়েছি এ দেশের মানুষের জন্য।’

করোনাভাইরাস মোকাবিলায় অনেক উন্নত দেশ যা পারেনি, বাংলাদেশ তা করে দেখিয়েছে বলে মন্তব্য করেন সরকারপ্রধান।

তিনি বলেন, ‘বাংলাদেশের মতো একটা দেশে, যেখানে সম্পদের অনেক সীমাবদ্ধতা আছে। তার পরও অনেক ধনী দেশ যেটা করতে পারেনি, আমরা সেই করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি সম্পূর্ণ বিনা পয়সায় করেছি।’

করোনাভাইরাস অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও আবারও প্রাদুর্ভাব দেখা দিতে পারে বলে দেশবাসীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘আপনারা সবাই সতর্ক থাকবেন। স্বাস্থ্যবিধি মেনে চলবেন।’

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!