মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মী উৎসব ঈদুল আযহা উদযাপন উপলক্ষে আগামীকাল শুক্রবার (১৪ জুন) থেকে আগামী শুক্রবার (২১ জুন) পর্যন্ত টানা ৮ দিন বন্ধ থাকবে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের সব ধরনের আমদানি- রপ্তানি কার্যক্রম।
তবে এ সময় ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্টধরী যাত্রীরা যথারীতি আসা-যাওয়া করতে পারবেন। আগামী ২২ জুন শনিবার থেকে যথারীতি বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
ভোমরা স্থল বন্দর সিএন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদা আলম খান জানান, মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আযহা উপলক্ষে ১৪ জুন শুক্রবার থেকে ২১ জুন শুক্রবার পর্যন্ত ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। ভারতের ঘোজাডাঙ্গা সি এন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে আলোচনা করে বন্দরের কার্যক্রম ৮ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২২ জুন শনিবার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম আবার শুরু হবে।
ভোমরায় ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজরিয়া হোসাইন জানান, ঈদুল আযহা উপলক্ষে টানা আট দিন ভোমরা স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দু’দেশের পাসপোর্ট ধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।
ভোমরা স্থলবন্দর কাস্টমসের ডেপুটি কমিশনার এনামুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোমরা স্থলবন্দরের সব ধরনের আমদানি রপ্তানি কার্যক্রম আট দিন বন্ধ থাকবে। দুদেশের সিএন্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা আলোচনা করে এই দীর্ঘ ছুটির সিদ্ধান্ত নেয়। আগামী ২২ জুন থেকে যথারীতি আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হয়ে আসবে।
খুলনা গেজেট/এএজে