শীত শেষের দিকে এর মধ্যেই বৃষ্টির জন্য প্রাণ ও প্রকৃতির অপেক্ষা। বৃষ্টির পানি পেলেই প্রকৃতি সেজে উঠতো আপন সাজে। আবহওয়ার পূর্বাভাস মতে, ফেব্রুয়ারির শেষের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) আবহাওয়া ভিত্তিক ওয়েবসাইট আবহাওয়াডটকমের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় জানানো হয়, আগামী ২১-২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের ৬ বিভাগে মাঝারি মানের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, আগামী ২১, ২২ ও ২৩ ফেব্রুয়ারি রংপুর-রাজশাহী ছাড়াও অন্য ৬ বিভাগে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল বিভাগের জেলাগুলো ছাড়াও ঢাকা বিভাগের পদ্মা নদীর পশ্চিম পাশের জেলাগুলোতে অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
পলাশ আরও জানান, নোয়াখালী, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলাতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সাতক্ষীরা, খুলনা, যশোর, বাগেরহাট, বরগুনা, ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর ও কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
খুলনা গেজেট/এএজে