টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সিএনজির ধাক্কায় সাহারা খাতুন (৭২) নামে এক পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহারা খাতুন ওই এলাকার মৃত শুকুর মাহমুদের স্ত্রী।
নিহতের ছেলে ইয়াকুব জানায়, আমার মা তার ভাইয়ের বাড়ি বঙ্গবন্ধু সেতু এলাকার গরিল্যাবাড়িতে এলাকায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়ে যায়। পরে এলাকাবাসী আমাদের জানায় আমার মা মহাসড়কের পাশে পড়ে রয়েছে। পরে আমি গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যাই। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।
খুুলনা গেজেট/এসজেড