খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার চেষ্টা হচ্ছে : ড. ইউনূস
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৮৯
  পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারত থেকে ফেরত চাইব : প্রধান উপদেষ্টা

টাঙ্গাইলের কালিহাতীতে মাছ ধরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু

গেজেট ডেস্ক

টাঙ্গাইলের কালিহাতীতে মাছ ধরতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ভাবলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মধুপুর উপজেলার মহিষমারা গ্রামের কুদরত আলীর ছেলে ভ্যানচালক বাদল (২৬) ও একই গ্রামের আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দা সুরুজ আলী ছেলের দিনমুজুর মানিক (২৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, মধুপুর থেকে ছয়জন বিলে মাছ ধরতে আসেন। এ সময় তাদের মধ্যে চারজন রাতে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। পরে পেছন থেকে হঠাৎ ট্রেন এসে বাদল ও মানিককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে অন্যান্য বন্ধুরা মিলে নিহতদের মরদেহ গ্রামের বাড়ি নিয়ে যান।

নিহতদের সঙ্গে থাকা চানু মিয়া জানান, রাতে বাদল ও মানিকসহ চারজন বিলের পাশের রেললাইনে হাঁটছিল। এ সময় পেছন থেকে ট্রেন এসে বাদলকে আর মানিককে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সবাই খুবই ভয় পাই। পরে নিহতদের মরদেহ এলাকায় নিয়ে আসি।

মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোতালেব হোসেন বলেন, বুধবার রাতেই দুইজনের মরদেহ বাড়ি নিয়ে আসেন সঙ্গে থাকা অন্যরা। মানিকের ৮ দিনের সন্তানসহ স্ত্রী ও মা-বাবা রয়েছেন। বৃহস্পতিবার জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই আব্দুস সবুর বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কোনো মরদেহ পায়নি। পরে জানতে পেরেছি ঘটনার পরই নিহতদের সঙ্গে থাকা অন্যরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।

 

খুলনা গেজেট/এএ




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!