টাঙ্গাইলের কালিহাতীতে টলি ট্রাক্টর ও টোরিকশার সংঘর্ষে দুইজন নিহত ও সাতজন আহত হয়েছেন। মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হচ্ছেন টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার গোবিন্দাসি ইউনিয়নের খানুরবাড়ি গ্রামের মৃত আব্দুল রশীদের ছেলে সাইফুল ইসলাম(৩৩)।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের দায়িত্বরত কর্মকর্তা আতিকুর রহমান জানান, দুপুরে একটি টলি ট্রাক্টর ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এসময় অটোরিকসা চালকসহ ছয়জন যাত্রী ও টলিতে থাকা তিনজন শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়। বাকিরা হাসপাতালে ভর্তি রয়েছেন।
খুলনা গেজেট/এসজেড