নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন শ্রীলঙ্কা অ্যাঞ্জেলো ম্যাথুস। কোনো বল না খেলেই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাকে। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ব্যাটসম্যান হিসেবে ‘টাইমড আউট’ হন তিনি।
যে হেলমেট নিয়ে মাঠে নেমেছিলেন ম্যাথুস, সেটি নিরাপদ বোধ করেননি। পরে আরেকটি হেলমেট আনা হয়, কিন্তু সেটিও উপযুক্ত মনে করেননি ম্যাথুস। নিয়ম অনুযায়ী, একজন ব্যাটসম্যান আউট হয়ে যাওয়ার পর পরবর্তী ব্যাটসম্যানকে ৩ মিনিটের মধ্যে খেলার জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু ম্যাথুস সেটি হতে পারেননি। আর সেজন্যই বাংলাদেশের আবেদনের প্রেক্ষিতে তাকে আউট দেন আম্পায়াররা।
ম্যাথুসের এই আউট নিয়ে কথা বলেছেন টাইগারদের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এত বছর পর ‘টাইমড আউটে’র প্রয়োগ দেখে আইন প্রণয়নকারীরা গর্বিত হতেন বলে মনে করেন তিনি।
সোমবার (০৬ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে মাশরাফি লেখেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের প্রায় দেড়শ বছরের ইতিহাসের উনিশ হাজার ছয়শ সাতান্নতম ম্যাচে এসে প্রথম টাইম আউট। এতো বছর আগে যারা আইনটা করেছিল তারা বেঁচে থাকলে আজ নিজেদের গর্বিত ভাবতে পারতো।’
খুলনা গেজেট/এমএম