খুলনা, বাংলাদেশ | ১৪ পৌষ, ১৪৩১ | ২৯ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘন্টায় ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল এক লাখ ১ হাজার
  জামালপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে তিন ভাইয়ের মৃত্যু
  সচিবালয়ে আগুনের তদন্ত চলমান থাকায় মানুষের চলাচল সীমিত করা হয়েছে, আলামত যেন নষ্ট না হয়, ক্রাইম সীন রক্ষায় এমন সিদ্ধান্ত : প্রেস সচিব
  শেরপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৬

টাইগার ওপেনার সাইফ করোনা পজিটিভ

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে গতকাল জাতীয় দলের ক্রিকেটারদের প্রথম ধাপের প্রথম দিনের করোনা পরীক্ষা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। এদিন ১৭ ক্রিকেটার ও ৭ সাপোর্ট স্টাফ পরীক্ষার জন্য নমুনা দেয়। এর মধ্যে ১ ক্রিকেটার ও ১ সাপোর্ট স্টাফের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। আক্রান্ত ক্রিকেটার হলেন; জাতীয় দলের তরুণ ওপেনার সাইফ হাসান। আর সাপোর্ট স্টাফের নাম নিক লি। তিনি টাইগারদের ট্রেনারের দায়িত্বে পালন করছেন। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এখবর জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

এদিকে প্রথম দিন শেষে আজ সম্পন্ন হয়েছে দ্বিতীয় দিনের করোনা পরীক্ষা। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানালেন, আজ শুধুই সাপোর্ট স্টাফদের কোভিড পরীক্ষা করা হয়েছে। সংখ্যাটি ৭-৮ জন।

এদিকে প্রথম দিনের পরীক্ষায় পজিটিভ হওয়া ক্রিকেটার সাইফ হাসান ও ট্রেনার নিক লি বিসিবির মেডিকেল ইউনিটের অধীনে চিকিৎসাধীন থাকবেন। আর নেগেটিভ ১৬ ক্রিকেটার আগামীকাল বুধবার থেকে হোম অব ক্রিকেট মিরপুর শের ই বাংলায় ব্যক্তিগত অনুশীলনে যোগ দেবেন।

এরআগে ক্রিকেটারদের দলগত অনুশীলন চলাকালীন ট্রেনার ইয়াকুব আলী চৌধুরী করোনা পজিটিভ হলে ৫ দিনের জন্য অনুশীলন সাময়িক বন্ধ ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। যা আগামীকাল থেকে আবার শুরু হচ্ছে।

আসন্ন শ্রীলঙ্কা সিরিজ উপলক্ষ্যে ক্রিকেটারদের করোনা পরীক্ষা নিয়ে প্রাথমিকভাবে বিসিবি জানিয়েছিল, সফরের আগে জাতীয় দল ও তাদের সঙ্গী হাই পারফরম্যান্স দলের (এইচপি) ক্রিকেটারদের তিন দফায় করোনা পরীক্ষা করা হবে। কিন্তু করোনা পরীক্ষার সেই সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে চারে। অর্থাৎ লঙ্কাভিযানের আগে মোট চার দফায় টিম বাংলাদেশকে করোনা পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে।

যার প্রথমটি ৭ ও ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়ে গেল। দ্বিতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ সেপ্টেম্বর। ২১ সেপ্টেম্বর তৃতীয় এবং ২৪ সেপ্টেম্বর শেষ ধাপের করোনা পরীক্ষা হবে মুমিনুল হক অ্যান্ড কোং শ্রীলঙ্কার বিমানে চাপার ৭২ ঘণ্টা আগে।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!