চলতি মাসের দুই তারিখ বাংলাদেশে ফেরার কথা ছিল জাতীয় দলের হেড কোচ রাসেল ডমিঙ্গোর। কিন্তু ফ্লাইট পরিবর্তনের কারণে তার আসতে দুই দিন দেরি হবে বলে জানানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে। সেই অনুযায়ী শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাংলাদেশে আসার কথা প্রোটিয়া এই কোচের।
কিন্তু ফের পিছিয়েছে তার আসার দিন। আরও দুই দিন পিছিয়ে আগামী রবিবার (৬ সেপ্টেম্বর) দেশে আসছেন ডমিঙ্গো। এমনটাই জানানো হয়েছে বিসিবির তরফ থেকে। বিসিবির অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
আকরাম খান বলেন, ‘ডমিঙ্গোর ২ সেপ্টেম্বর ঢাকায় আসার কথা ছিল। তবে ফ্লাইট বিলম্বের কারণে তিনি ৬ সেপ্টেম্বর দেশে পৌঁছে যাবেন। ভেটোরি এবং ম্যাকমিলান শ্রীলংকায় দলে যোগ দেবেন।’
শ্রীলঙ্কা সফরের আগে বিসিবি সপ্তাহব্যাপী ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছে। করোনা সতর্কতার কারণে বোর্ড আরও বড় স্কোয়াড বেছে নেবে। এ কারণে ক্যাম্পে ক্রিকেটারদের পরখ করতে চায় জাতীয় দলের নির্বাচকরা।
আকরাম জানান, মোট ৩৮ জন খেলোয়াড় এখন তাদের শ্রীলংকা সফরের জন্য প্রস্তুত রাখতে প্রশিক্ষণ নিচ্ছেন।
‘এই মুহুর্তে মোট ৩৮ জন খেলোয়াড় বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিচ্ছেন। প্রথম পর্যায়ে এই স্কোয়াডটি ২৮ ও পরে ২২ জনে নিয়ে আসা হবে। শ্রীলঙ্কা সফরের জন্য আমরা ২২ সদস্যের দল ঘোষণা করব বলে ভাবছি।’
এছাড়া এই সিরিজের আগে তিন ধাপে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করাবে বিসিবি। যাতে করে কেউ করোনা পজিটিভ আসলেও সিরিজের আগে তাঁকে পুরোপুরি সুস্থ অবস্থায় পাওয়া যায়।
২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য বাংলাদেশ দেশ ছাড়বে। তার আগে ঢাকায় তাদের একটি ছোট অনুশীলন ক্যাম্প হবে। আর শ্রীলংকায় তাদের মূল অনুশীলন ক্যাম্প শুরু করবে।
খুলনা গেজেট/এএমআর