বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন শ্রীলঙ্কা সফর স্থগিত করা হয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা শুক্রবার সেদেশের গনমাধ্যমে এমন কথা জানিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কার দেয়া কোয়ারেন্টাইন শর্ত ও নতুন দুই ম্যাচের প্রস্তাব মানতে রাজী না হওয়ায় সিরিজ আয়োজন সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে কোন কিছু জানে না বলে জানিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সাথে তারা যোগাযোগ শুরু করেছেন বলে জানা গেছে।
তবে দুই বোর্ডের আনুষ্ঠানিক ঘোষণার আগে গনমাধ্যমমে এ ধরনের বক্তব্য দেয়া ঠিক হয়নি বলে জানিয়েছেন বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তা।
শ্রীলঙ্ককা ক্রিকেট বোর্ডের প্রধার নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, আমরা অনেক আলোচনা করেছি, কিন্তু বিসিবির অনুরোধ কোনোভাবেই আমাদের কোভিড টাস্কফোর্স মানতে চাইছে না। আমরা আপাতত বাংলাদেশকে জানিয়ে দেবো, কোভিড টাস্কফোর্সের দেয়া শর্তগুলো মানতে না চাওয়ায়, আপাতত সিরিজ স্থগিত করা হলো। পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে হয়তো সিরিজটি আয়োজন করতে পারবো।
পেপার ডটকমকে দেয়া সাক্ষাৎকারে অ্যাশলে ডি সিলভা আরও জানিয়েছেন, আমরা সিরিজটি আয়োজনের সর্বোচ্চ চেস্টা করেছিলাম। বিসিবির দেয়া দাবিগুলো নিয়ে আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে গিয়েছিলাম। সফরের শুরুতে কোয়ারেন্টিন শর্ত শিথিলে বিসিবির প্রস্তাবনা বিবেচনা করেনি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কোডিভ-১৯ ট্যাস্কফোর্সের বিধি বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফরে ভঙ্গ করা যাবে না বলে শ্রীলংকা ক্রিকেটকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছে।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এমন ঘোষণায় কার্যত এক প্রকার নিশ্চিত হয়ে গেলো টাইগারদের শ্রীলঙ্কা সফর হচ্ছে না। মূলত ১৪ দিনের কোয়ারেন্টাইন ইস্যুতে বেশ কিছুদিন ধরে টানাপোড়ন চলছিলো।
এর আগে ১৪ দিনের কোয়ারেন্টিন এবং ওই সময়ে অনুশীলনে নিষেধাজ্ঞা সহ বেশকিছু শর্ত বেঁধে দেয় লঙ্কান ক্রিকেট বোর্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দাবি ছিল, কোয়ারেন্টিন ৭ দিনে নামিয়ে আনা। একইসঙ্গে কোয়ারেন্টিন চলাকালীন অনুশীলনের দাবি জানায় বিসিবি।
যদিও গতকাল বৃহস্পতিবার বিসিবির একাধিক সূত্র নিশ্চিত করেছিলো বাংলাদেশকে তিন টেস্টের পরিবর্তে দুইটি খেলার প্রস্তাব দিয়েছে ক্রিকেট শ্রীলঙ্কা। অক্টোবরে শুরু হওয়ার কথা থাকলেও সিরিজ চলে যাচ্ছে নভেম্বরে। ফলে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কা যাওয়ার দিনও পিছিয়ে যাচ্ছে। তবে অ্যশলে ডি সিলভার এমন বক্তবব্যের পর কার্যত সিরিজ হহওয়ার আর কোন সম্ভাবনাই থাকলো না।
খুলনা গেজেট/এএমআর