শ্রীলঙ্কা সফরে গিয়ে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার প্রস্তাবে রাজি নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ৭ দিনের বেশি কোয়ারেন্টাইনে থাকবে না বাংলাদেশ দল।
শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) জানিয়েছে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যে কোয়ারেন্টাইন শর্ত দিয়েছে তা পরিবর্তনের সুযোগ নেই। এমনটাই নিশ্চিত করেছেন, এসএলসি চেয়ারম্যান শাম্মি সিলভা।
বিসিবির করা ৭ দিনের কোয়ারেন্টাইন প্রস্তাবের বিষয়ে তিনি বলেছেন, ‘যদি তাঁরা (বিসিবি) এটি উল্লেখ করে থাকে তবে এটি ভুল। আমি ঠিক বুঝতে পারছি না কেন এক সপ্তাহের কথা বলছে? সাত দিনের কোয়ারেন্টাইন সময়সীমা হবে এমন কোনো আলোচনা বিসিবির সঙ্গে হয়নি। আমরা স্বাস্থ্য কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত সময়কালের বাইরে যেতে পারি না। নিশ্চিতভাবে বলতে চাই, বাংলাদেশ দলকে এখানে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।’
যদিও শ্রীলঙ্কায় গিয়ে কোয়ারেন্টাইনে থাকাকালীন বাংলাদেশের সব খরচ বহন করবে এসএলসি। এ প্রসঙ্গে সিলভা বলেন, ‘এখানে আসার আগেও বাংলাদেশকে কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং কলম্বোতে পৌঁছার পর তাদেরকে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। এ সময়ে সকল খরচ শ্রীলঙ্কা ক্রিকেট বহন করবে।’
কোয়ারেন্টাইনের বিষয়ে এসএলসির কিছু করার নেই বলেই জানিয়েছেন, দেশটির ক্রিকেট বোর্ডের এই অভিভাবক। তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা বাংলাদেশের। তবে চলমান এই সঙ্কটের কারণে সিরিজটি নিয়ে শঙ্কা দেখছেন সিলভা।
তিনি বলেন,‘কোয়ারেন্টাইন নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের বেশি কিছু করার নেই। যাইহোক, আমরা বিসিবির প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকব এবং সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি এবার সফর পিছিয়ে যায় এবং নতুন করে সূচি তৈরি করতে হয়।’
খুলনা গেজেট/এএমআর