শ্রীলঙ্কা সফর হবে কিনা তা নিয়ে এখনো অনিশ্চয়তা। তবে, প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না বিসিবি। ক্রিকেটারদের এক দফা করোনা টেস্ট ইতোমধ্যে করে ফেলেছে বিসিবি। এবার হবে দ্বিতীয় দফা। আর এই দ্বিতীয় দফার টেস্ট শুরু হবে আগামীকাল (শুক্রবার)। শ্রীলঙ্কা সফরের আগে মোট চার দফায় হবে সফর সংশ্লিষ্টদের করোনা টেস্ট।
প্রথম টেস্টে ফিজিক্যাল ট্রেইনার নিকোলাস লির পাশাপাশি বাঁহাতি ওপেনার সাইফ হাসানের করোনা পজিটিভ আসে। পরবর্তীতে লি নেগেটিভ হলেও সাইফ এখনো পজিটিভ রয়েছেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটি সূত্র জানিয়েছে, শ্রীলঙ্কা সফরের জন্য ২৭ জন ক্রিকেটারের জিও (গভর্নমেন্ট অর্ডার) হয়েছে।
যদিও শ্রীলঙ্কা সফর নিয়েই সংশয় রয়েছে। কারণ শ্রীলঙ্কার স্বাস্থ্য কর্তৃপক্ষ টাইগারদের জন্য কোয়ারেন্টাইন ব্যবস্থা শিথিল করতে রাজি নয়, যা বিসিবির চাওয়া ছিল। তবে, শ্রীলঙ্কা সফর বাতিল হলেও ঘরোয়া ক্রিকেট শুরু করবে বিসিবি। সম্প্রতি এমনই ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
খুলনা গেজেট/এএমআর