চোটে পড়ে জিম্বাবুয়ে সফর থেকে ছিটকে যাওয়া ক্রিকেটারদের সংখ্যা কম নয়। সে কারণেই কিনা হঠাৎ করে ওয়ানডে সিরিজের শেষভাগের জন্য উড়িয়ে আনা ওপেনার নাঈম শেখ ও পেসার এবাদত হোসেনের। জিম্বাবুয়ের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে অভিষেক হচ্ছে পেসার এবাদতের।
একাদশে দুটি পরিবর্তন হয়েছে আজ। নেই পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ। তাদের জায়গায় যুক্ত হয়েছেন মোস্তাফিজুর রহমান ও এবাদত।
টানা তৃতীয় ওয়ানডেতে অবশ্য টস ভাগ্য হাসেনি সফরকারীদের। বরাবরের মতো টস জিতে বোলিং নিয়েছে স্বাগতিক দল। অবশ্য জিম্বাবুয়ে দলে আজ অধিনায়কত্ব করছেন সিকান্দার রাজা। দলের হয়ে টস করেছেন। রেজিস চাকাভা ছিটকে যাওয়ায় আজ কিপিং করবেন ক্লাইভ মাদান্দে।
প্রথম দুই ওয়ানডে হেরে যাওয়ার পর আজ হোয়াইটওয়াশ এড়ানোর পাশাপাশি ম্যাচটা আবার মাইলফলকেরও। ক্রিকেট বিশ্বের দশম দল হিসেবে বাংলাদেশ ওয়ানডেতে ৪০০ ম্যাচ খেলতে যাচ্ছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), এনামুল হক, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, এবাদত হোসেন, হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ: তাদিওয়ানাশে মারুমানি, তাকুদজোওয়ানাশে কাইতানো, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধেভেরে, সিকান্দার রাজা, ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), টনি মুনিয়োঙ্গা, রিচার্ড এনগারাভা, ব্র্যাড ইভান্স, ভিক্টর নিয়াউচি, তানাকা চিভাঙ্গা।