আফগানদের হারিয়ে ফাইনালে গেছে দক্ষিণ আফ্রিকা। এবার ফাইনালের অন্য প্রতিপক্ষের অপেক্ষা। গায়ানায় প্রভিডেন্স স্টেডিয়ামে আজ দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত এই হাইভোল্টেজ ম্যাচে টসে হেরেছেন রোহিত শর্মা। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার।
প্রথম সেমিফাইনালে রিজার্ভ ডে থাকলেও এই ম্যাচের জন্য রাখা হয়নি। ফলে কোনো কারণে আজ ম্যাচের ফল না এলে সুপার এইটপর্বে পয়েন্টে এগিয়ে থাকায় ফাইনালে চলে যাবে ভারত।
দুই দলই নিজেদের সর্বশেষ ম্যাচে জয় পেয়েছে। ফলে কেউই উইনিং কম্বিনেশন ভাঙতে চায়নি। দুই দলই অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে।
ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জোফরা আর্চার, আদিল রশিদ, ক্রিস জর্ডান, রেইস টপলি।
দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে অবশ্য মিলছে কঠিন লড়াইয়ের আভাস। ২৩ টি-২০তে ১২ জয় ভারতের, ১১ জয় ইংল্যান্ডের। টি-২০ বিশ্বকাপে ৪ দেখায় দুই দলই জিতেছে ২টি করে। এবার ছাড়িয়ে যাওয়ার লড়াই।
টি-২০ বিশ্বকাপে ভারত ও ইংল্যান্ড খেলছে পঞ্চমবারের মতো সেমিফাইনাল। এর মধ্যে ইংল্যান্ড ফাইনাল খেলেছে তিনবার, শিরোপা ঘরে তুলেছে দুবার। ভারত দুবার ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে একবার। গায়ানায় দুই দলের বড় চ্যালেঞ্জ হতে পারে ‘অচেনা’ উইকেট। প্রোভিডেন্স স্টেডিয়ামে এখনো কোনো ধরনের ম্যাচ খেলেনি ভারত।
ইংল্যান্ডও শুধু দুটি টি-২০ খেলেছে ২০১০ টি-২০ বিশ্বকাপে। সেবার গ্রুপ পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ডিএলএস পদ্ধতি হেরেছে তারা ৮ উইকেটে। আয়ারল্যান্ডের বিপক্ষে আরেক ম্যাচ হয় পরিত্যক্ত। তবে সেই দলের কোনো খেলোয়াড়ই নেই এবারের বিশ্বকাপ দলে।
খুলনা গেজেট/কেডি