বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশতম আসরের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স ও সিলেট স্ট্রাইকার্স। দিনের প্রথম খেলায় টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এতে টস হেরে ব্যাটিং করতে হবে স্বাগতিক সিলেটকে।
রোববার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে বেলা দেড়টায়। সরাসরি দেখা যাবে টি-স্পোর্টস ও গাজী টিভিতে। নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছে খুলনা। এর আগের তিন ম্যাচে দুইটি জয় ও একটি হার রয়েছে তাদের। অপর দিকে সিলেটের এটি পঞ্চম ম্যাচ। আগের চারটার মধ্যে তিনটিতেই হেরেছে তারা।
আজকের ম্যাচে খুলনার একাদশে ভালো ব্যাটার থাকায় রান চেজ করে জেতার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একাদশে দুটি পরিবর্তন এনেছে টাইগার্সরা। খুলনার হয়ে খেলবেন দারউইশ রাসুলি এবং জিয়াউর রহমান।গত ম্যাচ জেতা সিলেট একাদশে পরিবর্তন এনেছে একটি। আল আমিন হোসেনর বদলে খেলবেন রুয়েল মিয়া।
সিলেট স্ট্রাইকার্স একাদশ: আরিফুল হক (অধিনায়ক), জর্জ মানসি, রাকিম কর্নওয়াল, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী (উইকেটরক্ষক), নাহিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রুয়েল মিয়া, রিস টপলি ও অ্যারন জোন্স।
খুলনা টাইগার্স একাদশ: মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), মোহাম্মদ নাইম, জিয়াউর রহমান, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, হাসান মাহমুদ, আবু হায়দার রনি, মোহাম্মদ নওয়াজ, দারউইশ রাসুলি, ইমরুল কায়েস, উইলিয়াম বোসিস্টো।
খুলনা গেজেট/এনএম