প্রথম ওয়ানডেতে টস হেরে রান তাড়া করতে হয়েছিল বাংলাদেশকে। এবার টস জিতেছেন তামিম ইকাবলই। আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।
বৃহস্পতিবার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে একাদশে কোন বদল আনেনি বাংলাদেশ। নিজেদের একাদশে তিনটি বদল এনেছে আফগানিস্তান।
খাদের কিনার থেকে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য এক জয় ধরা দিয়েছে। হতাশার অন্ধকার থেকে মিলেছে আনন্দে ভাসার উপলক্ষ। ঘরের মাঠে এমন পরিস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নামছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাবে তামিম ইকবালের দলে। ওয়ানডে সুপার লিগেও শীর্ষে উঠার হাতছানি থাকছে।
প্রথম ম্যাচে এক পর্যায়ে ম্যাচ ছিল তাদেরই মুঠোয়। আফিফ হোসেন-মেহেদী হাসান মিরাজের বীরত্বে আফগানদের মুঠো থেকে ম্যাচ বের করে নেয় বাংলাদেশ। এগিয়ে যায় সিরিজেও। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে তাই আফগানদের সামনে সিরিজ বাঁচানোর মিশন।