খুলনা, বাংলাদেশ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ৩০
  ২১ আগস্ট গ্রেনেড হামলা : আপিল বিভাগে ফের শুনানি ২৬ মে

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

সিরিজ নিশ্চিত হয়ে গেছে ইতোমধ্যেই। এবার হোয়াইট ওয়াশের মিশন। সিরিজের বাকি দুটি ম্যাচ জিতলেই প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করবে টাইগাররা। যার প্রথমটি শুরু হয়েছ আজ শনিবার(০৭ আগস্ট) বিকেল ছয়টায়।

এই ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ। সিরিজের জয়ের পর এবার অজিদের হোয়াইট ওয়াশ করার স্বপ্নে বিভোর বাংলাদেশ। যেখানে শনিবার চতুর্থ টি-টোয়েন্টিতে টস ভাগ্য থাকল মাহমুদউল্লাহ রিয়াদের পক্ষে। আগের ম্যাচের একাদশটা ঠিক রেখেই দল গড়েছে বাংলাদেশ।

আর অস্ট্রেলিয়া দলে নেই অভিষেক হ্যাটট্রিক করা পেসার নাথান এলিস। একমাত্র ক্রিকেটার হিসেবে অভিষেকেই টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করেন তিনি। হ্যাটট্রিক করেও আজ (শনিবার) সিরিজের চতুর্থ ম্যাচে বাদ পড়েছেন এলিস।

বাংলাদেশ একাদশ

সৌম্য সরকার, নাঈম শেখ, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ

বেন ম্যাকডারমট, অ্যালেক্স কেয়ারি, মিচেল মার্শ, মোইজেস হেনরিকেস, ম্যাথু ওয়েড (অধিনায়ক), অ্যাশটন টার্নার, অ্যাশটন অ্যাগার, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, মিচেল সোয়েপসন, অ্যান্ড্রু টাই ও জশ হেইজেলউড।

 

খুলনা গেজেট/এনএম/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!