টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে শুক্রবার পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে আফগানিস্তান।
আগের ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ১১টি ছয় হাঁকিয়েছিল আফগানিস্তান। তবে পাকিস্তানের বিপক্ষে এত ছক্কা মারতে চায় না তারা। এ সম্পর্কে রশিদ খান বলেন, সত্যি বলতে আমরা প্রতি বলেই ছয় হাঁকাতে চাই না। তার চেয়ে বরং উইকেটের সঙ্গে মানিয়ে নিতে চাই। এটা করতে পারলে জয় পাওয়া আমাদের জন্য সহজ হবে, বিশেষ করে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের মতো পিচগুলোতে।
সুপার টুয়েলভের প্রথম দুই ম্যাচেই জয় দিয়ে শুরু করেছে পাকিস্তান। অন্যদিকে স্কটল্যান্ডকে ১৩০ রানের বিশাল জয় পেয়েছে আফগানরা। এই ম্যাচকে ঘিরে ২০১৯ সালের স্মৃতি মনে পরে যাচ্ছে আফগান দলের তারকা স্পিনার রশিদ খানের। তাই ম্যাচের আগে দুই দলের সমর্থকদের শান্ত থাকতে বললেন আফগান এই লেগ স্পিনার।
২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের হেডিংলিতে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে দুই দেশের ভক্ত-সমর্থকরা সহিংস হয়ে উঠেছিলো। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছিল যে নিরাপত্তাকর্মীরা দায়িত্ব নিয়ে রশিদ খানদের মাঠের বাইরে নিয়ে যান। তেমন ঘটনা যেন এবার না ঘটে সেটাকেই মনে করে দিলেন তিনি।
ভক্তদের উদ্দেশ্য রশিদ খান বলেন, পাকিস্তানের বিপক্ষে খেলা মানেই অনেক বড় কিছু। তবে এটাকে শুধুই খেলা হিসেবে দেখা উচিত। আমি আপনাদের ঠাণ্ডা মাথায় ম্যাচটি উপভোগ করতে অনুরোধ করছি। এছাড়াও রশিদ খান আরও যোগ করেন, পাকিস্তানের বিপক্ষে আমরা সবসময় ভালো প্রতিযোগিতা করি। কিন্তু সমর্থকদের বুঝা উচিৎ এটি শুধুই একটি খেলা। তাই সবার প্রতি অনুরোধ থাকবে আপনারা শান্ত থাকুন, ভালোভাবে ম্যাচ উপভোগ করুন। আমরা আবারও ২০১৯ সালের মতো ঘটনা দেখতে চাই না।
আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর রশিদদের টুর্নামেন্ট খেলতে পারবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। যদিও সব শঙ্কা কাটিয়ে আফগানিস্তান বিশ্বকাপে খেলছে।
আফগানিস্তান : হজরতউল্লাহ জাজাই, মোহাম্মদ শেহজাদ, রহমানউল্লাহ গুরবাজ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি, আসগর আফগান, গুলবাদিন নাইব, রশিদ খান, করিম জানাত, নাভীন উল হক ও মুজিব উর রহমান।
পাকিস্তান : মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলি, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলি, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।