টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের লড়াইয়ের তৃতীয় ম্যাচে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। যেখানে টস জিতে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।
ভারতের একাদশে ঢুকেছেন কুলদীপ যাদব। এবারের আসরে এটাই হতে যাচ্ছে কুলদীপের প্রথম ম্যাচ। গ্রুপপর্বে ভারত ৩ ম্যাচ খেললেও তার সুযোগ মেলেনি। কুলদীপ সুযোগ পাওয়ায় বাদ পড়েছেন মোহাম্মদ সিরাজ।
ভারতের মতো আফগানিস্তান একাদশেও একটি পরিবর্তন এসেছে। করিম জানাতের বদলে সুযোগ পেয়েছেন হজরতউল্লাহ জাজাই। জাজাই অবশ্য শুরুতে বিশ্বকাপের দলে ছিলেন না। মুজিব উর রহমান ইনজুরির কারণে ছিটকে যাওয়ায় এ ওপেনারের কপাল খুলে।
ভারত একাদশ : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিশভ পন্ত (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, জাসপ্রীত বুমরাহ, কুলদীপ যাদব ও আর্শদীপ সিং।
আফগানিস্তান একাদশ : রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হজরতউল্লাহ জাজাই, গুলবাদিন নায়েব, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান (অধিনায়ক), নূর আহমদ, নবীন-উল-হক, ফজলহক ফারুকী।
খুলনা গেজেট/এমএম