তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে মিরপুরে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। টস জিতে টানা তৃতীয় ম্যাচে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ।
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে পাকিস্তান। শেষ ম্যাচ জিতলে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নেবে সফরকারী দল।
পাকিস্তান দলে শেষ ম্যাচের একাদশ থেকে আছে চারটি পরিবর্তন। শোয়েব মালিক, শাদাব খান, শাহিন আফ্রিদি ও হাসান আলি খেলছেন না ম্যাচে।
সফরকারীদের হয়ে অভিষেক হচ্ছে পেইসার শাহনাওয়াজ দাহানির। আর ছেলের অসুস্থতার কারণে দেশে ফিরে গেছেন অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক। তাদের জায়গায় খেলছেন সারফ্রাজ আহমেদ, উসমান কাদির ও ইফতিখার আহমেদ।
অন্যদিকে, বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজ মিলিয়ে শর্টার ফরম্যাটে টানা সাত ম্যাচ হেরেছে বাংলাদেশ। এর আগে ২০১৬-১৭ মৌসুমে টানা আট টি-টোয়েন্টি হারে টাইগাররা।
সোমবার সেই রেকর্ড ছুঁয়ে ফেলতে পারে মাহমুদুল্লাহর দল। এটি বাংলাদেশের টানা হারের রেকর্ড নয়। ২০০৭-২০১০ মৌসুমে টানা ১২ টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ দলে আছে তিন পরিবর্তন। সাইফ হাসান, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানের বদলে দলে এসেছেন শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, শামীম পাটোয়ারী, নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল্লাহ, নুরুল হাসান, আফিফ হোসেন, মাহেদী হাসান, আমিনুল ইসলাম, শহিদুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।
পাকিস্তান একাদশ: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, হায়দার আলি, সারফ্রাজ আহমেদ, খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, উসমান কাদির, হারিস রাউফ ও শাহনাওয়াজ দাহানি।
খুলনা গেজেট/ এস আই