খুলনা, বাংলাদেশ | ২৪ ভাদ্র, ১৪৩১ | ৮ সেপ্টেম্বর, ২০২৪

Breaking News

  অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্ণ আজ
  জাতীয় নাগরিক কমিটির আত্মপ্রকাশ আজ

টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠাল ভারত

ক্রীড়া প্রতি‌বেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের অষ্টম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি আয়ারল্যান্ড। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠিয়েছে ভারত।

এই ম্যাচের আগে ভারত-আয়ারল্যান্ড টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে অংশ নেয়। অতীতের সেই দেখায় ৭ ম্যাচে জয় পায় ভারত। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল মাত্র এক ম্যাচে অংশ নেয়। ২০০৯ সালে নটিংহ্যামে অনুষ্ঠিত সেই ম্যাচে জয় পায় ভারত।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ, শুভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ ও আরশদীপ সিং।

আয়ারল্যান্ড: পল স্টার্লিং, অ্যান্ডি বালবির্নি, লোরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিজ ক্যাম্পার, জর্জি ডকরেল, গ্রেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, বেরি ম্যাকার্থি, জস লিটল ও বেন হোয়াইট।

বুধবার ভোরে দিনের প্রথম ম্যাচে নেপালকে হারিয়েছে নেদারল্যান্ডস। আসরের প্রথম ম্যাচে ১৯৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়েও জিততে পারেনি কানাডা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে যায় ৭ উইকেটে।

দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

তৃতীয় ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াই করে ওমান-নামিবিয়া। ম্যাচ টাই হওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে জয় পায় নামিবিয়া। গতকাল বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়নদের হারিয়ে যাত্রা শুরু করে দক্ষিণ আফ্রিকা।

আজ সকালে উগান্ডাকে ৫৮ রানে অলআউট করে ১২৫ রানের বিশাল ব্যবধানে জয় পায় আফগানিস্তান।

খুলনা গেজেট/এমএম




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!