শ্রীলঙ্কা সেমিফাইনালের আশা শেষ হয়ে গেছে। তবে ওয়েস্ট ইন্ডিজের আশা শেষ হয়ে যায়নি এখনো। নিভু নিভু আশার প্রদীপটা জ্বালিয়ে রাখতে হলে জিততে হবে আগে। সে লক্ষ্য নিয়েই আজ মাঠে নেমেছে দলটি। টসে জিতে নিয়েছে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে সন্ধ্যার ম্যাচ মানেই যেন পরে ব্যাট করা দলের পোয়াবারো। শেষ দিকে শিশিরের হানা থাকে বলেই টস জিতলে প্রায় সব অধিনায়কই শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে চান। সে ধারায় ব্যত্যয় ঘটেনি আজ। উইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড জিতলেন টসে। নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।
শ্রীলঙ্কা একাদশ: পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, আবিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসরাঙ্গা, দুশমন্থা চামিরা, মাহীশ থিকশানা, বিনুরা ফার্নান্দো।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, রস্টন চেজ, নিকোলাস পুরান (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, কাইরন পোলার্ড (অধিনায়ক), আন্দ্রে রাসেল, জেসন হোল্ডার, ডোয়াইন ব্রাভো, আকিল হোসেইন, রবি রামপল।
খুলনা গেজেট/এএ