খুলনা, বাংলাদেশ | ১০ পৌষ, ১৪৩১ | ২৫ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  ব্যক্তিগত আয়কর দেয়ার সময় বাড়লো ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি : এনবিআর

ঝিনাইদহে কবিরাজ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের মহেশপুরে বহু অপকর্মের হোতা প্রতারক মোস্তফা কামালসহ চক্রের ৩ প্রতারক সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হল- ঝিনাইদহের মহেশপুরের হুদা কুশাডাঙ্গার মৃত নুর মোহাম্মদের ছেলে মোঃ মোস্তফা কামাল (৪৫) ও মফিজ উদ্দিন(৫৫), একই এলাকার মুন্তাজ আলীর ছেলে জুলফিকার আলী (৪৬)।

সুত্রমতে, কোটচাঁদপুর উপজেলার স্বরুপপুর ইউপির কুশাডাঙ্গা গ্রামে বসবাসকারি মোস্তফা কামাল নামের এক ভুয়া ভন্ড কবিরাজ এলাকার সহজ সরল মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রতারনার ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

এঘটনায় এলাকাবাসি তার বিরুদ্ধে ফুসে উঠে মানববন্ধনসহ কুশাডঙ্গা গ্রামের আবু ছিদ্দিক নামের এক ব্যক্তি ঝিনাইদহে আদালতে মোস্তফা কামালের নামে একটি প্রতারনামুলক মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে ১৮ আগষ্ট দুপুরে মহেশপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলামের দিক নির্দেশনায় থানাধীন দত্তনগর পুলিশ ক্যাম্পের চৌকশ পুলিশ দল অভিযান পরিচালনা করে প্রতারক চক্রের তিন সদস্যকে আটক করেন।

এবিষয়ে মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের ঝিনাইদহ কোটহাজতে পাঠানো হয়ছে।

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!