খুলনা, বাংলাদেশ | ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  রাজশাহীতে দুই ট্রেনের সংঘর্ষ, এক লাইনে ট্রেন চলাচল বন্ধ
  বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় কাল

ঝিনাইদহ কালীগঞ্জে বাড়ছে রোটা ভাইরাসে আক্রান্তের সংখ্যা

নিজস্ব প্রতি‌বেদক, ঝিনাইদহ

ঝিনাইদহ কালীগঞ্জে গত দুই দিনে নেমে এসেছে তাপমাত্রা, ছড়িয়ে পড়েছে শিশুদের কোল্ড ডায়রিয়া বা রোটা ভাইরাস। রোটা ভাইরাসে আক্রান্ত শিশুদের ঘনঘন পানির মত পাতলা পায়খানা ও কারও কারও বমি দেখা দিচ্ছে। যে কারণে আক্রান্ত শিশুরা অল্প সময়ের ব্যবধানে অধিকমাত্রায় দূর্বল হয়ে পড়ছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র বলছে, গত এক সপ্তাহে মোট ৪১টি রোটা ভাইরাসে আক্রান্ত শিশু হাসপাতালটিতে ভর্তি হয়েছে। অন্য বছরের তুলনায় এ বছর আক্রান্তদের সংখ্যা বেশি। এর লক্ষণ হিসেবে পানির মত পাতলা পায়খানার সঙ্গে কখনও কখনও বমি,সর্দি কাঁশি ও কিছু কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট থাকে।

উপজেলার চাঁপরাইল গ্রামের ১৭ মাসের শিশুর মা জানান, লাবিব গত ২ দিন আগে হঠাৎ পানির মত পাতলা পায়খানা করছিল। অবস্থা খারাপ দেখে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্ত তার পায়খানায় কমছেই না। ঘনঘন বমির সঙ্গে ও পাতলা পায়খানা হওয়ায় সে দূর্বল হয়ে পড়েছে।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন জানান, ঋতুর সাথে আবহাওয়া পরিবর্তনের কারণে কোন কোন সময়ে কিছু রোগব্যাধির প্রাদুর্ভাব দেখা দেয়। সম্প্রতি সময়ে শিশুরা রোটা ভাইরাসে আক্রান্ত হচ্ছে। তবে গত দুই দিন আক্রান্তের সংখ্যা কিছুটা কম ছিল। আজ নতুন করে ১১টি শিশু রোটা ভাইরাসে আক্রান্ত হাসপাতালে ভর্তি হয়েছে। রোটা ভাইরাসে আক্রান্ত শিশুরা কয়েক দিনের চিকিৎসায় সুস্থও হয়ে উঠে। ফলে ভয়ের কিছু নেই।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!