খুলনা, বাংলাদেশ | ৯ পৌষ, ১৪৩১ | ২৪ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  বিজিবির সাবেক মহাপরিচালক মইনুল ইসলাম বিমানবন্দরে আটক; স্ত্রী সহ কানাডার উদ্দেশ্যে যাচ্ছিলেন তিনি
  ব্যক্তিগত আয়কর দেয়ার সময় বাড়লো ৩১ জানুয়ারি পর্যন্ত কোম্পানির ক্ষেত্রে ১৫ ফেব্রুয়ারি : এনবিআর

কালীগঞ্জের সেই তিন বান্ধবী আবারো আলোচনায়

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার সেই মেধাবী তিন বান্ধবী ট্যালেন্টপুলে বোর্ড বৃত্তি পেয়ে আবারো আলোচনায় এসেছে । বুধবার (২৬ আগস্ট) দিবাগত রাতে যশোর শিক্ষাবোর্ড প্রকাশিত এস এস সি বৃত্তি ফলাফলে তিন বান্ধবী রুবাবা জামান, অর্পিতা মজুমদার ও তিথি বিশ্বাস ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তারা তিন জনই কালীগঞ্জ উপজেলার সলিমুন্নেছা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এসএসসিতে তিন জনই এ প্লাস পেয়েছে।

রুবাবা জামান মৃত মিরুজ্জামান ও শিক্ষক পারভিন খানের মেয়ে, অর্পিতা মজুমদার ডা. প্রফুল্ল কুমার মজুমদার ও শ্রীলেখা মজুমদারের মেয়ে, তিথি বিশ্বাস, শিক্ষক তরুন বিশ্বাস ও কমলা রানী কবিরাজ’র মেয়ে।

জেএসসি পরিক্ষায়ও তারা গোল্ডেন এ প্লাস ও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। এছাড়া গত বছর ২০১৯ সালে মাধ্যমিক পর্যায়ে অনুষ্ঠিত ৩য় জাতীয় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় দেশ সেরা হয়েছিল। আগামীতে যাতে এ সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে পারে তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

খুলনা গেজেট/এআইএন




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!